MdAnowarMorshed

MdAnowarMorshed

1 Followers | 0 Views
Rated 5 / 5 based on 1 reviews

MdAnowarMorshed

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 228.10k বার দেখা হয়েছে | এই মাসে 128.10k বার
97 টি প্রশ্ন দেখা হয়েছে 82.73k বার
126 টি উত্তর দেখা হয়েছে 145.37k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

জায়গাজমি ভাগ-বন্টন হওয়ার আগে নিজের অংশ বিক্রয় করা যায় কি গেলে দলিলের প্রক্রিয়া কিরূপ হবে?

0 likes | 2879 views

এ সমস্যাটির আইনগত সমাধান কি (পুরো পোস্ট পড়বেন প্লিজ)?

আমার বাবারা চার ভাই। আমার বাবা সেঝো। আমার দাদা মারা যান অনেক আগেই। দাদার মোট যে সম্পত্তি আছে তার মধ্যে এক অংশ রোডের কাছাকাছি এবং এবং খুব লোভোনীয়। দাদা মারা যাবার পর আব্বুর বড় ভাই তাদের ভরণপোষণ চালায়। এরপর সুযোগ বুঝে তিনি সেই যমিটি বাকি ভাইদের কাছ থেকে চেয়ে নেন। তারা তার সম্মানে তার ভাগ হিসেবে সেই জমি দিয়ে দেন (সাইন হয়নি)। এরপর বর্তমানে তিনি(বড় ভাই) মারা যান। তার অংশের সেই জমিও এখন সরকারের সাথে মামলা চলছে এবং তাদের পক্ষেই আছে। এখন যেহেতু সাইন হয়নি তাই তারাও আমাদের থেকে পায় আমরাও তাদের থেকে, যেহেতু মামলা চলছে তাই সাইন হচ্ছে না। এদিকে আমার মেঝো জেঠার আর্থিক অবস্থা অনেক ভালো হওয়ায় তিনি আশেপাশে কিছু জমি ক্রয় করে আমার আব্বু ও ছোট কাকার নাম সাথে দেন। বর্তমানে আমাদের সকল দলিল সব ছোট কাকার কাছে রয়েছে। আমরা বাবার চাকুরীগত কারণে দীর্ঘদিন বাড়ির বাহিরে ছিলাম। তখন এসকল জায়গা জমির কাগজ ঠিক করতে যা খরচ হয়েছে তা সব আমার মেঝো জেঠা দেন। তিনি আর ছোট কাকা মিলে তাদের দালানবাড়িরর কাজ কিছু করে রাখেন এবং আপাতত থাকার জন্যে ৪রুমের টিনসেট বিল্ডিং তুলে রাখেন(আমাদের জায়গায় সহ)(তখন ছোট কাকার চাকুরি ছিল নআ আর টাকাও ছিলনা, সব টাকা মেঝো জেঠার)। আমার মেঝো জেঠা ঢাকায় বাড়ি তুলে সেখানেই থাকেন। এখন আমরা বাড়িতে এসে আমাদের রুমে উঠি এবং অবস্থা খারাপ হওয়ায় ঘরটিকে দালানের মতো করে নিই(আমাদের অংশ)। এখন কাকা চাকুরি করছেন আর স্কুলের শিক্ষিকা বিয়ে করে অনেক টাকার মালিক। ওদিকে মেঝো জেঠাকেও তিনি খাতির করে নেন ও আমাদের সসম্পর্কে বিভিন্ন মিথ্যা কথা বুঝিয়ে তাদের সাথে আমাদের যোগাযোগ কমিয়ে দেন। এখন তারা(ছোট কাকা) প্রতিদিন আমাদের চাপে রাখছে এই গাছ আমাদের, তোদের জন্যে এ করেছি ও করেছি ১৭লাখ টাকা খরচ করেছি (মিথ্যা) সেগুলো না দিলে তোদের দলিল পাবিনা, কিচ্ছু দিবোনা। বর্তমানে আমাদের আর্থিক অবস্থাও অনেক খারাপ আর কনো কথা বলতে গেলেও তিনি দৈহিক শক্তির জোর দেখান। সবমিলিয়ে আমাদের করুন অবস্থা। এমতাবস্থায় কি করতে পআরি? আর আমাদের দলিলের কি হঅবে? প্লিজ সঠিক উত্তর চাই। 0 likes | 1751 views

ভালো রেজাল্ট করার উপায়?

আমি 2020 সালে HSC দিবো।এখন এই অল্প সময়ের মধ্যে কিভাবে পড়লে মাথায় থাকবে।আমি 4 পয়েন্টের উপরে রেজাল্ট করতে চাই 0 likes | 2710 views

কি করা উচিত আমার, পরামর্শ দান?

একটা মেয়ের সাথে প্রেম করি তারপর কিস টিস এগুলা হয়ত কিন্তু আজ সকালে সেক্স ই করেছি। তার জিবনে প্রথম। সে ব্যাথায় কান্না করেছে আমি থামিনি। এখন আমার এক ভাই বলল। তুমি যদি কোন কুমারি মেয়েকে নস্ট করি তবে আমার বউ, মেয়ে অথবা বোনকে অন্যকেউ নস্ট করবে। আমি প্রেমিকাকে বিয়ে করব নাহ। এখন আমি কি করব। প্লিজ বলেন!  আমাকে সাহায্য করেন!  0 likes | 2912 views

Marketing বিভাগ থেকে কোনো পাবলিক ভার্সিটিতে BBA করার পর CA করা যাবে কি?

Marketing বিভাগ থেকে কোনো পাবলিক ভার্সিটিতে BBA করার পর CA করা যাবে কি? আর CA ব্যাতিত Marketing বিভাগ থেকে BBA ও MBA শেষ করার পর চাকুরীর ক্ষেত্রে কেমন সুবিধা পাবো? 0 likes | 2875 views

যারা সবসময় মুখ হাঁ করে শ্বাস-প্রশ্বাস নেয় তাদের কী সমস্যা হতে পারে?

যারা সবসময় মুখ খুলে, হাঁ করে শ্বাস নেয় তাদের কী কী সমস্যা হতে পারে? বিস্তারিত জানান, জানা খুব প্রয়োজন। 0 likes | 2703 views

যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে হলে বেসিক কি কি জানা প্রয়োজন?

 আমি অংকে কাঁচা তাহলে কি আমার জন্য প্রোগ্রাম শিখা কি উচিত হবে? এর সঠিক উওর আমি কোথাও খুজেঁ পাচ্ছি না প্লিজ হেল্প মি.... 0 likes | 2697 views

যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে হলে বেসিক কি কি জানা প্রয়োজন আমি অংকে কাঁচা তাহলে কি আমার জন্য প্রোগ্রাম শিখা কি উচিত হবে?

0 likes | 2944 views

আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগে পড়ছি, ভবিষ্যতে আমি CA করতে পারবো কি?

আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগে পড়ছি, ভবিষ্যতে আমি CA করতে পারবো কি? আর এর ডিমান্ড জব সেক্টরে কেমন হবে? 0 likes | 2812 views

মুক্তিযোদ্ধা কোটা প্রক্রিয়ায় পাব্লিক ভার্সিটিতে যে সনদপত্র প্রয়োজন হয় সেটা এখনো তোলা হয়নি, করনীয় কি?

আমি রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ৬৪৪ ও ৮০৯ তম হয়েছি কমার্স থেকে যথাক্রমে B ও C ইউনিটে পরীক্ষা দিয়ে। কোটার ক্ষেত্রে আমার নানার যে মুক্তিযোদ্ধা সনদপত্র লাগবে সেটা আমাদের কাছে নেই, আর মুক্তিযোদ্ধা অফিসে যোগাযোগ করলে তারা বলছে দুই তিন মাস লেগে যাবে। আমাদের কাছে মুক্তিবার্তা লালবই, গেজেট নং এ ক্রমিক নং এর কাগজ সহ বিভিন্ন কাগজপত্র রয়েছে শুধু সনদপত্র ব্যাতিত। এক্ষেত্রে উভয় ভার্সিটি তেই সনদপত্র চাইছে। এখন আমার করণীয় কি?? 0 likes | 1677 views