আমি রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ৬৪৪ ও ৮০৯ তম হয়েছি কমার্স থেকে যথাক্রমে B ও C ইউনিটে পরীক্ষা দিয়ে। কোটার ক্ষেত্রে আমার নানার যে মুক্তিযোদ্ধা সনদপত্র লাগবে সেটা আমাদের কাছে নেই, আর মুক্তিযোদ্ধা অফিসে যোগাযোগ করলে তারা বলছে দুই তিন মাস লেগে যাবে। আমাদের কাছে মুক্তিবার্তা লালবই, গেজেট নং এ ক্রমিক নং এর কাগজ সহ বিভিন্ন কাগজপত্র রয়েছে শুধু সনদপত্র ব্যাতিত। এক্ষেত্রে উভয় ভার্সিটি তেই সনদপত্র চাইছে। এখন আমার করণীয় কি??
শেয়ার করুন বন্ধুর সাথে