আমার বাবারা চার ভাই। আমার বাবা সেঝো। আমার দাদা মারা যান অনেক আগেই। দাদার মোট যে সম্পত্তি আছে তার মধ্যে এক অংশ রোডের কাছাকাছি এবং এবং খুব লোভোনীয়। দাদা মারা যাবার পর আব্বুর বড় ভাই তাদের ভরণপোষণ চালায়। এরপর সুযোগ বুঝে তিনি সেই যমিটি বাকি ভাইদের কাছ থেকে চেয়ে নেন। তারা তার সম্মানে তার ভাগ হিসেবে সেই জমি দিয়ে দেন (সাইন হয়নি)। এরপর বর্তমানে তিনি(বড় ভাই) মারা যান। তার অংশের সেই জমিও এখন সরকারের সাথে মামলা চলছে এবং তাদের পক্ষেই আছে। এখন যেহেতু সাইন হয়নি তাই তারাও আমাদের থেকে পায় আমরাও তাদের থেকে, যেহেতু মামলা চলছে তাই সাইন হচ্ছে না। এদিকে আমার মেঝো জেঠার আর্থিক অবস্থা অনেক ভালো হওয়ায় তিনি আশেপাশে কিছু জমি ক্রয় করে আমার আব্বু ও ছোট কাকার নাম সাথে দেন। বর্তমানে আমাদের সকল দলিল সব ছোট কাকার কাছে রয়েছে। আমরা বাবার চাকুরীগত কারণে দীর্ঘদিন বাড়ির বাহিরে ছিলাম। তখন এসকল জায়গা জমির কাগজ ঠিক করতে যা খরচ হয়েছে তা সব আমার মেঝো জেঠা দেন। তিনি আর ছোট কাকা মিলে তাদের দালানবাড়িরর কাজ কিছু করে রাখেন এবং আপাতত থাকার জন্যে ৪রুমের টিনসেট বিল্ডিং তুলে রাখেন(আমাদের জায়গায় সহ)(তখন ছোট কাকার চাকুরি ছিল নআ আর টাকাও ছিলনা, সব টাকা মেঝো জেঠার)। আমার মেঝো জেঠা ঢাকায় বাড়ি তুলে সেখানেই থাকেন। এখন আমরা বাড়িতে এসে আমাদের রুমে উঠি এবং অবস্থা খারাপ হওয়ায় ঘরটিকে দালানের মতো করে নিই(আমাদের অংশ)। এখন কাকা চাকুরি করছেন আর স্কুলের শিক্ষিকা বিয়ে করে অনেক টাকার মালিক। ওদিকে মেঝো জেঠাকেও তিনি খাতির করে নেন ও আমাদের সসম্পর্কে বিভিন্ন মিথ্যা কথা বুঝিয়ে তাদের সাথে আমাদের যোগাযোগ কমিয়ে দেন। এখন তারা(ছোট কাকা) প্রতিদিন আমাদের চাপে রাখছে এই গাছ আমাদের, তোদের জন্যে এ করেছি ও করেছি ১৭লাখ টাকা খরচ করেছি (মিথ্যা) সেগুলো না দিলে তোদের দলিল পাবিনা, কিচ্ছু দিবোনা। বর্তমানে আমাদের আর্থিক অবস্থাও অনেক খারাপ আর কনো কথা বলতে গেলেও তিনি দৈহিক শক্তির জোর দেখান। সবমিলিয়ে আমাদের করুন অবস্থা। এমতাবস্থায় কি করতে পআরি? আর আমাদের দলিলের কি হঅবে? প্লিজ সঠিক উত্তর চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে