আমি প্রায় ছোটবেলা থেকেই ibs এ ভূগছি৷তবে আমার সমস্যাটি হলো ৯০% মানসিক৷যেমন আমি যদি কোন জায়গায় যেতে চাই তাহলেই টয়লেটের বেগ হয়৷বাড়িতে থাকলে কোন সমস্যা হয় না৷যখনি চিন্তা করি যে কোন এক জায়গায় যাবো তখনি সমস্যা৷তবে আমার সমস্যাটি অন্যরকম৷ধরেন আমি কোন জায়গায় যাওয়ার আগে কমপক্কে ৪ বার টয়লেটে যেতে হবে৷এখন ধরেন আমি একবার গেলাম কিন্তু পরে আর বেগ হচ্ছেনা এই মূহুর্তে আমি কোথাও যেতে পারব না৷গেলেই কিছুদূর যাওয়ার পর বেগ হবে৷এক কথায় যে কোন উপায়েই হোক না কেন ৪ বার যেথেই হবে না হলেই সমস্যা হবে৷আবার এখন থেকে দেখা গেছে যে ৪ বার যাওয়ার পরও সমস্যা হইতেছে৷লজ্জায় এসব কাউকে বলা যায়না৷কারণ যার ibs আছে সেই বুঝবে এই সমস্যাটা অন্যরা হাসি ঠাট্টা করবে কেউ আবার পাগল ও বলবে৷ছোটবেলা থেকেই আমার কোন স্বাধীনতা নাই এই সমস্যার কারনে৷এখন প্রধান সমস্যা হলো কোন জায়গায় য়াওয়ার পর যদি একদিন সমস্যা হয় তাহলে রোজ ই হতে থাকে৷ কারন মনের মাঝে চিন্তা থাকে যে সমস্যা হতে পারে৷আর যাদের ibs আছে তারা জানে যে দুশ্চিন্তা অটোমেটিক চলে আসে তাই ইচ্ছা করলেও ভূলে থাকা যায় না৷এর একটি সমাধান কেউ জানলে দেন দয়া করে৷আর কেউ এটা বলবেন না যে টেনশন না করলে ঠিক হয়ে যাবে৷কারণ ibs এ টেনশন করতে হয় না৷শত চেষ্টায় ও ভূলে থাকা যায় না
শেয়ার করুন বন্ধুর সাথে