শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

যখন কোন নিয়ম বা নীতি সর্বজন স্বীকৃত ও আইন দ্বারা সিদ্ধ হয় তখন সেই নিয়মটি হারামের অন্তর্ভুক্ত হবেনা।  যেমন আমি আপনাকে ১০০ টাকা ধার দিয়া বললাম আমাকে ১০৫ টাকা ফেরত দিতে হবে। তখন এই বিষয়টা সর্বজন স্বীকৃর হলনা, কেবল আপনি আর আমি রাজি। এটি সরকারি আইন দ্বারা সিদ্ধও হলনা তাই এটি হারাম। কিন্তু ফরেক্সে যে মুনাফা হয় তা বিশ্বে সর্বজন স্বীকৃত, (সর্বজন বলতে সবাই না কিন্তু অধিকাংশ বোঝাবে), এবং কোন আইন এই মুনাফার বিরুধিতা করেনা। এটি লিগাল তাই এই মুনাফা হারাম নয়। এখানে আপনি ইচ্ছা করে নিয়ম করতে বা পাল্টাতে পারেন না, এটি সকলের স্বীকৃত একটি স্থায়ী নিয়ম তাই হারাম হবেনা। আবার ফরেক্সে ট্রেড করার সময় লেভারেজ বা সুদের পরিমান সেট করতে হয়। এটি ইসলাম সামর্থন করেনা। এই কারনে অধিকাংশ ফরেক্স সাইটে ইসলামিক একাউন্ট নামে একটি অপশন আছে যাতে টিক দিলে বা সিলেক্ট করলে এই সুদের বিষয়টা কাউন্ট করবেনা ফলে হারাম হবেনা। কিন্তু অতিরিক্ত মুনাফা বা সুদ নিয়ে ট্রেড এর সুবিধা ভোগ করে মুনাফা করলে হারাম হবে। তাই আপনি একাউন্ট খোলার সময় ইসলামিক একাউন্ট অপশন নির্বাচন করুন(যদি হারাম মুক্ত থাকতে চান) *(আমার নিজস্ব ব্যাখ্যা। ইসলামিক কোন আয়াত বা হাদিসের নয়।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ