যে যেটি পারেন.. .উত্তর দেন।

• এই ছবিটিতে ছেলেটা মুখে কী ব্যবহার করে?এতো ফ্রেশ কিভাবে? 

• এই ছবিটিতে ছেলেটার ঠোঁটের রঙের মতো কিভাবে করব?

• এই ছবিটিতে ছেলেটার চুলের মতো ঘন করব কিভাবে?image      


 


শেয়ার করুন বন্ধুর সাথে

এটা এই ছেলের ন্যাচারাল লুক।তার চেয়ারা এবং ঠোট জন্ম সুত্রেই ফ্রেস। আপনি ঠোট যদি তার মত গোলাপি করতে চান,তাহলে কিছু ঘরয়া উপায় আছে। তা নিচে দেয়া হলো...... চিনির স্ক্রাব ব্যবহার চিনি প্রাকৃতিক এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করে ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে। দুই চামচ মাখনের সঙ্গে তিন চামচ চিনি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। সপ্তাহে দুই থেকে তিনদিন এই স্ক্রাব ব্যবহারে ঠোঁটের রং হালকা হবে। ঠোঁটের ঘরোয়া স্ক্রাব দুধ এবং হলুদগুঁড়া মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। ঠোঁট ভিজিয়ে নিয়ে একটি নরম ব্রাশ দিয়ে ঠোঁট ঘষে নিতে হবে। এরপর সামান্য পেস্ট নিয়ে ঠোঁটে লাগিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ঠোঁট ধুয়ে শুকিয়ে যাওয়ার পর লিপ বাম লাগিয়ে নিতে হবে। লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত লেবু। তাই ঠোঁটের কালচেভাব দূর করতেও লেবু দারুণ কার্যকর। এক টুকরা লেবু নিয়ে ঠোঁটে ঘষে নিলেই উপকার পাওয়া যাবে। প্রতিরাতে ঘুমানোর আগে লেবুর রস মেখে ঘুমালে উপকার পাওয়া যাবে। লেবু ও চিনির স্ক্রাব এক চামচ লেবুর রস, সামান্য নারিকেল তেল ও দুই চামচ চিনি ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। চাইলে আরও খানিকটা চিনি মিশিয়ে নেওয়া যেতে পারে। এই স্ক্রাব ঠোঁটে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করতে হবে। নরম এবং ছোট একটি টুথব্রাশ দিয়েও ঘষে নেওয়া যেতে পারে। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে লিপ বাম লাগিয়ে নিতে হবে। অতিরিক্ত স্ক্রাব এক সপ্তাহ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। মধু বাহ্যিক কারণে ঠোঁটের রং কালচে হয়ে গেলে তা ঠিক করতে মধু বেশ কার্যকর। রাতে ঘুমানোর আগে ঠোঁটে মধু মেখে ঘুমানো যেতে পারে। এতে সারারাত ঠোঁটের নমনীয়তা বজায় থাকে। তাই ঠোঁটের কালচেভাব দূর হয় এবং ঠোঁটে গোলাপিভাব যুক্ত হয়। ঘরোয়া লিপবাম গোলাপি ঠোঁটের জন্য ঘরোয়া উপায়েই তৈরি করা যায় লিপবাম। দুই চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে এক চামচ স্ট্রবেরি মিশিয়ে একটি লিপবাম তৈরি করা যেতে পারে। প্রতিদিনের ব্যবহারে উপকার পাওয়া যাবে। অলিভ অয়েল অলিভ অয়েলে রয়েছে ভিটামিনসহ নানারকম খনিজ উপাদান। প্রতিদিন ঘুমানোর সময় ঠোঁটে অলিভ অয়েল লাগিয়ে ঘুমালে ঠোঁট কোমল হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
KMIslan

Call

এটা আল্লাহর দান।  আপনি চাইলেও এমন হতে পারবেন না।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমত বলে রাখি সৌন্দর্য মহান আল্লাহর দান। মানুষের তাকদিরে থাকলে পায়, না থাকলে হাজার চেষ্টা করেও পায় না। তার উপর এই ফটোটি দেখে এডিট মনে হচ্ছে। পিছনে DSLR ইফেক্ট, সম্ভবত DSLR ক্যামেরা দিয়ে তোলা, আর আমরা সবাই জানি, DSLR দিয়ে তোলা ছবি অনেক সময় আসল চেহারা এর চাইতেই সুন্দর হয়। তার পরেও যদি আপনি প্রকৃত পক্ষে এরকম হতে চান তাহলে আপনি কিছু পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন, ১) চুলে সরষে তেল মাখুন, ভুলেও কখনো চুলে জেল ব্যবহার করবেন না। ২) মুখ সর্বদা পরিষ্কার রাখুন। মুখে ফেয়ারনেস ক্রিম না মাখাই উত্তম। এগুলো বিশেষ কোন লাভ দেয়না বরং ত্বকের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই প্রাকৃতিক ভেষজ ব্যবহার করে দেখতে পারেন। ৩) ঠোঁট এর রং আল্লাহর দান, এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। আমি জানিনা আপনি আমার উত্তর এ কতটা উপকৃত হলেন। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেয়ার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ