আপনি যদি জুলুমের শিকার হন আর আপনার আম্মা তা শুনে কোন প্রতিকার করতে না পারে; তাহলে তার কাছে এ কথা বলা আপনার জন্য কোন ক্রমেই উচিত হবে না। তবে আপনি কারো নাম উল্লেখ না করে অবস্থার চিত্র তুলে ধরে দুআ চাইতে পারেন। আর দোষ চর্চা বলা হয় কারো অগচরে তার এমন দোষ অন্যকে বলা যে, সে উপস্থিত থাকলে তা শ্রবণে অসুন্তুষ্ট হতো। আর দোষ চর্চা করা ইসলামী বিধান মতে নাযায়েজ। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের দোষ চর্চা কর না। -সূরা হুজুরাত, ১২, তাফসীরে রূহুল মাআনি ১৪/২৪২ সহীহ বুখারী; হা. নং ৬০৫২


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ