শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুমিন হলো যারা আল্লার আদেশ নির্দেশ ও রাসূলের সুন্নাত পালন করেন একমাত্র তারাই মুমিন।     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আল্লাহ কে এক মানার সাথে সাথেই একজন ইসলামের ছায়ায় আসেন, তিনি মুসলিম। তিনি ইসলামের মৌলিক বিশ্বাসগুলো বুকে ধারণ করেন। তারপর যারা ভালো মুসলিম তারা মুমিন, তাদের মধ্যে কুরআনে উল্লেখিত নানা গুণাবলী থাকে। মুমিনের বৈশিষ্ট্য আরো সুনির্দিষ্ট, এবং ইসলামে তাই মুমিনদের উচ্চতর মর্যাদা দেয়া হয়েছে। মুমিনকে চেনা যায় তার ঈমান দিয়ে, তার অন্তরের বিশ্বাস, মুখের উচ্চারণ এবং তার কাজকর্মে আল্লাহর আদেশের প্রতি নিষ্ঠা দিয়ে। মুমিন হিসেবে তার মর্যাদা বৃদ্ধি পায় ভালো কাজে। [সংরক্ষিত]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,  মুমিনগণ সফলকাম হয়ে গেছে;যারা নিজেদের নামাযে বিনয়-নম্র; যারা অনর্থক কথা-বার্তা নির্লিপ্ত; যারা যাকাত দান করে থাকে; এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে; তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না; অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে; এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে; এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে। -সুরা মুমিনুন: ১-৯

অন্য স্থানে তিনি বলেন, আপনার কাছে জিজ্ঞেস করে, গনীমতের হুকুম। বলে দিন, গণীমতের মাল হল আল্লাহর এবং রসূলের। অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও। আর আল্লাহ এবং তাঁর রসূলের হুকুম মান্য কর, যদি ঈমানদার হয়ে থাক। যারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ার দেগারের প্রতি ভরসা পোষণ করে। সে সমস্ত লোক যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে ব্যয় করে। তারাই হল সত্যিকার ঈমানদার! তাদের জন্য রয়েছে স্বীয় পরওয়ারদেগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুযী। সূরা আনফাল, ১/৪

রাসূল সা. হাদীসে মুমিনের বিভিন্ন পরিচয় তুলে ধরেছেন।  যেমন রাসূল সা. ইরশাদ করেন-

১) যাদের চরিত্র উত্তম, তারাই পূর্ণ ঈমানদার। -সুনানে আবু দাউদ; হা. নং ৪৬৮২

২) মুমিন লোকেরা ঈষৎ অন্যমনষ্ক ও উদার হয়ে থাকে, আর পাপীরা হয় ধূর্ত, বদমাশ ও কৃপণ প্রকৃতির। -সুনানে আবু দাউদ; হা. নং ৪৭৯০

এভাবে বিভিন্ন আয়াত ও  হাদীসে মুমিনের পরিচয় তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানতে কুরআন ও  হাদীসগ্রন্থাদীর ঈমান সংশ্লিষ্ট অধ্যায় ভাল করে অধ্যায়ন করুন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যারা অন্তরে, কথায় ও কাজে এই তিন দিক হতে আল্লাহ ও আল্লাহর রাসূল (সাঃ)-কে ভালোবাসে, কুরআন ও হাদীস মোতাবেক চলাফেরা করে এবং ধার্মিক ও শক্ত ঈমানের অধিকারী হয়, তাদেরকে মুমিন বলে। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ