শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোনো ব্যক্তির অন্তরে তাসদীক এবং মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে যদি সে বলে, আমি নিঃসন্দেহে মুমিন, তবে এ কথা বলা তার পক্ষে যথার্থ হবে। কিন্তু সে যদি বলেঃ ইনশাআল্লাহ, আমি মুমিন - তবে তা শুদ্ধ হবে না। কেননা,

  • ঈমানের প্রতি সন্দেহ পোষণ করে এরূপ বললে ঈমান গ্রহণ কখনো শুদ্ধ হয় না।
  • এতে ঈমান গ্রহণকারী ব্যক্তির প্রকৃত অভিপ্রায় প্রকাশ পায় না। 
  • ঈমান প্রকাশের জন্য দৃঢ়তার প্রয়োজন। তাছাড়াও, 'আমি মুমিন' একথা বললে ব্যক্তিগতভাবে বক্তার ঈমানের পরিচয় প্রদান করা হয় না। তাই, 'ইনশাআল্লাহ, আমি মুমিন' বলে ঈমানের সাক্ষ্য দেওয়া অনুচিত। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ