প্রায় বছর ধরে একটি অসুস্থতায় ভুগছি।প্রথমে জন্ডিস ছিল সেটা ভালো হয়েছে।লিভার আর কিডনি পরীক্ষা করলাম সব ঠিকাছে।কিন্তু আমার সবসমই শরীর ক্লান্ত থাকে।আমি সবসময়ই আমার অসুস্থতা নিয়ে চিন্তা করি।বুক ধরফর করে সবসময়।শরীর কাপে।টয়লেট হয় না ভালোভাবে।একবার পানি খাই প্রসাব করি পরে যদি পানি খেতে ভুলে যাই পরের প্রসাব টা হলুদ আসে।পেট ব্যাথা করে।পেট জালাপোড়া করে খুব।ঢেকর আসে সবসময়। এখন আমি কি করতে পারি পরামর্শ চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে