Call

নবী-রাসূলদের আমলে তারা ক্ষুর ব্যবহার করে গোপনাঙ্গের লোম দূর করতেন। (আল-লুলু ওয়াল মারজান হাদিস নম্বরঃ ১৪৫ হাদিসের মানঃ সহিহ)। সুন্নাতি নিয়মটা হচ্ছেঃ নাভির নীচ থেকে অবাঞ্চিত লোম কেটে ফেলা। আর তা চল্লিশ দিনের মধ্যে একবার কাটা আবশ্যক। সাত দিন পরপর কাটা উত্তম। আনাস ইবনু মালিক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের জন্য গোঁফ ছাটা, নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা এবং নাভির নীচের পশম কাটার সময় নির্ধারণ করে দেয়া হয়েছে যে চল্লিশ দিনের অধিক যেন না রাখি। (সহীহ মুসলিম হাদিস নম্বরঃ ৪৯২ হাদিসের মানঃ সহিহ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ