Call

আপনি নিও-ক্লোবিনেট-জি এম অয়েনমেন্ট ব্যাবহার করুন । এটি খুব দ্রুত দাগ ও ব্রণ দূর করবে (৩ দিনেই ফলাফল চোখে পরতে শুরু করে) । এটা ক্লোবেটাসল প্রোপিয়নেট গ্রুপের ওষুধ । 

এটি ভারতের ওষুধ । তবে এটি বাংলাদেশের ওষুধের দোকানে পাওয়া যায় ।


ওষুধ চলাকালীন সময়ে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং এলারজি জাতীয় খাবার বর্জন করতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি ডাক্তারের পরামর্শে বেটনোভেট এন ক্রীমটা ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যদি পারেন- গার্নিয়া মেন ফেসওয়াস ব্যাবহার করতে পারেন।ক্রিম চাইলে- ফোনা জেল /ফোনা ক্রিম ব্যাবহার করতে পারেন। তবে চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়াই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ব্রণের দাগ দূর করার কয়েকটি উপায় এখানে দেওয়া হল। সানস্ক্রিন ব্যবহার বাদ দেবেন না: রোদে যাওরা সঙ্গে সঙ্গে ব্রণের দাগ আরও বেশি ফুটে ওঠে। স্থায়ী দাগ এড়াতে রোদে যাওয়ার আগে উন্নতমানের সানস্ক্রিন ব্যবহার করুন। ব্রণের নতুন দাগ রোদের কারণে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। সানস্ক্রিন ব্যবহার করলে দাগ সহজে লাল থেকে বাদামি হয়ে যায় বা বাদামি দাগ হালকা হয়ে যায়। ত্বকের সঠিক যত্ন: আলফা হাইড্রঅক্সাইড অ্যাসিড (এইচএ), গ্লাইকোলিক অ্যাসিড, বেটা হাইড্রোক্সি (বিএইচএ) এবং স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করুন। শুধু তাই নয় এসব উপাদান আছে এরকম পরিষ্কারক থেকে শুরু করে এক্সফলিয়েটর ও নিত্য ব্যবহার্য প্রসাধনী ব্যবহার করুন। এটা ত্বক পুনরুজ্জীবিত করে ও দাগ হালকা করে। ভিটামিন সি ব্যবহার: অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন সি ত্বক পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। এটা ত্বকের পিগমেন্ট বা ত্বকের রঞ্জক পদার্থের কারণে হওয়া দাগ হালকা করে। বাজার থেকে কিনে অথবা নিজেই ভিটামিন সি সিরাম তৈরি করে ব্যবহার করতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিন: যদি কোনো কিছুতেই দাগের সমস্যা দূর না হয় তাহলে চর্মবিশেষজ্ঞের পরামর্শ নিন। চিকিৎসা শাস্ত্রে ব্রণের দাগ দূর করতে নানান জনপ্রিয় পদ্ধতি প্রচলিত আছে। দাগের তীব্রতা বুঝে যে কোনো পদ্ধতি বাছাই করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ