Call

আপনি মোটা হওয়ার জন্য _________________ বেশি বেশি করে ক্যালোরিযুক্ত খাবার খান। ভাতের বদলে ডাল এবং সবজিসহ রান্না করা খিচুড়ি খান । ভাত খেতে হলে বসা ভাত রান্না করুন কিংবা রাইস কুকারে রান্না করা ভাত খান । ফ্যান বা মাড় ঝরানো ভাত খাবেন না । রুটি খাবেন না । পাউরুটি খেলে জেলি/জ্যাম অথবা মাখন সহ খান । প্রতিদিন ১০০ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস করুন। প্রতিদিন কমপক্ষে ২৫০ গ্রাম দুধ খান । দিনে ২ টি ডিম খান । প্রতিদিন কালজিরা খান এতে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং লিভার ভালো থাকবে। অতিরিক্ত চা কফি খাবেন না । কখনই খাবার বাদ দেবেন না । দ্রুত কোথাও যেতে হলে বা কাজ থাকলে পথে খাবারটা খেয়ে নিন । খাবার বাদ দিলে শরীরের ক্ষতি হয় । তিনবেলা খাওয়ার সাথে সাথে বিকালে নাস্তা করুন । এতেই আপনি আস্তে আস্তে মোটা হতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, গোশত, ডাল, বাদাম প্রভৃতি বেশি করে খান। পানি খাবেন এর সাথে সাথে। ব‍্যায়াম  করুন নিয়মিত, এতে আপনার সমুহ উপকার হবে। প্রতি বেলায় যতটুকু খাবার খান, তার চেয়ে একটু একটু করে বেশি খাবার খাবেন। এতে আপনার পাকস্থলীর ধারণ ক্ষমতা ধীরে ধীরে বাড়বে। ভাত, আলু খান প্রতি বেলায়। আপনার সুন্দর স্বাস্থ্য কামনা করছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
  • আপনি একবারে বেশি না খেয়ে অল্প পরিমানে বারে বারে খেতে পারেন I
  • ভাত, আলু এবং রুটি বেশি খেতে পারেন I    
  • প্রতিদিন ডিম এবং দুধ খেতে হবে I
  • প্রচুর পরিমানে পানি খেতে হবে I
  • Protein জাতীয় খাবার শাকসব্জি, মুরগি এবং মাছ খেতে হবে I
  • সুস্থ থাকার জন্য প্রতিদিন নিয়মিত exercise করতে হবে I
  • রাতে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমানো উচিত
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ