Jamiar

Call

   যেহেতু বীর্য ভিতরে পরেছে  কিনা  তা নিশ্চিত নন সেক্ষেত্রে পরবর্তী মাসিকের দিন পর্যন্ত অপেক্ষা করাই ভালো হবে  যদি মাসিক হয় তাহলে প্রেগন্যান্ট হবে না। তবে সন্ধেহ বসত এতো বেশি পাওয়ারের পিল না খাওয়াই ভালো এই পিলে পার্শ্বপ্রতিক্রিয়া প্রভাব বেশি ফেলে।  তাই যদি এখন থেকে  সহবাস   ৭২ ঘন্টার ভিতরে করেন তাহলে নোরিক্স পিল খাওয়াতে পারেন। আর যদি  এখন থেকে সহবাস ৭২ ঘন্টা অতিক্রম করে তাহলে পিউলি পিল খাওয়াতে পারেন।  তবে মনে রাখবেন এই ইমার্জেন্সি পিলের পার্শ্বপ্রতিক্রিয়া  প্রভাব ফেলতে পারে সেদিকে লক্ষ রাখবেন।। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ