Call

আপনি প্রথমে দেখবেন পোকা মাকরের আক্রমণ আছে কি না? যদি থাকে তবে একটু স্প্রে করতে পারেন। অনেক সময় পুষ্টির অভাবে এই সমস্যা হয়। আপনি পরিমিত স্যার গাছে প্রয়োগ করে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ডালিম গাছে মূলত ফুল ধরার পর পয়ারাগায়ন না হলে কিংবা সুষম সারের অভাবে এই ধরণের সমস্যা হতে পারে। ডালিম গাছে সুষম সার প্রয়োগের বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে। সেক্ষেত্রে জানতে হবে আপনি ছাদবাগানে ডালিম গাছ লাগিয়েছেন নাকি বাগানে। ছাদবাগানে ড্রামে লাগানোর ক্ষেত্রে পরিমাণ কিছুটা কমবে। ছাদে হলে গাছকে এমন স্থানে রাখবেন যেন ফুল ধরলে বাতাসে ফুল ঝরে না যায়। প্রচুর পানি সেচ দিতে হবে। ৩ বছরের গাছের সার প্রয়োগের তথ্য জানতে দেখতে পারেনঃ https://greeniculture.com/more-likely-fruits/easily-grow-pomegranate-at-rooftop-and-garden/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ