Call

ডাক্তারের পরামর্শ ছাড়া এ ধরণের ঔষধ গ্রহণযোগ্য নয়|ডাক্তার খেতে বললে তবেই খাবেন|এক্ষেত্রে কোন গাইনি/রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

সাইটোমিস ২০০ হলো গর্ভপাত করানোর পিল যা ৩/৪ সপ্তাহের গর্ভবতী নারীকে সেবন করিয়ে গর্ভপাত করানো সম্ভব হয়।

তাই আগে আপনি নিশ্চিত হোন  যে আপনি প্রেগন্যান্ট হয়েছেন কি না।  তাই নিয়মিত মাসিক হওয়ার  মাসিকের  নির্দিষ্ট সময় হতে মাসিক বন্ধের ১৮/২০ দিন পর স্ট্রিপ কাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন। যদি রেজাল্ট পজেটিভ আসে(যদি বাচ্চা না নেন) তাহলে গাইনি বিশেষজ্ঞ কাছে চিকিৎসা নিবেন। নিজে নিজেই কোন ঔষধ খাবেন না।

 অপেক্ষা করুন মাসিক হতে পারে । মাসিক বন্ধ হলেই যে মাসিক হওয়ার ঔষধ খেতে হবে তা কিন্তু নয়। মাসিক বন্ধ হওয়ার পিছনে অনেক কারন থাকে আগে সেই কারন গুলো খুজে বের করুন।  তাই আগে সমস্যা চিহ্নিত করুন তার পর  সমস্যা বুঝে ব্যবস্থা গ্রহন করবেন।তাই আমি বলবো আপনার এই ঔষধ খাওয়া ঠিক হবে না। অপেক্ষা করুন মাসিক হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ