Jamiar

Call

ফেমিকন খেলে মাসিক হয় না।অর্থাৎ বন্ধ থাকা মাসিক ফেমিকন খেলেই হবে তা মোটেও না।


আসলে ফেমিকন হলো স্বল্পমেয়াদী পিল যা জন্মবিরতিকরণ হিসেবে নিয়মিতভাবে সেবন করানো হয়। কিন্তু কোন কারন বসত কারো মাসিক বন্ধ থাকলে এই ফেমিকন পিল খাওয়ালেই মাসিক হবে তা কিন্তু না অথবা কোন কারনে মাসিক বন্ধ হলে এই পিল খাওয়ানো উচিৎ হবে না।তাই আগে জানতে হবে ও বুঝতে হবে যে মাসিক বন্ধের কারন কি।

যদি আপনি জন্মনিয়ন্ত্রণ করতে চান তাহলে এই পিল নিয়মিতভাবে সেবন করতে পারেন যা মাসিকের ২য় দিন হতে পিল খাওয়া শুরু করবে ও ২১ টি পিল ২১ দিন নিয়মিতভাবে খাবেন। এছাড়াওও বিস্তারিত নিয়ম এই পিলের বক্সের ভিতরে পাবেন।ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ