শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কবিরা গুনাহ হলোঃ যে গুনাহ সবচেয়ে বড় বা নিকৃষ্টতর। কবিরা গুনাহ অনেক বিদ্যমান রয়েছে। তন্মধ্যে কতিপয়গুলো নিম্নে দেয়া হলো।  ১. মহান আল্লাহর তায়ালার সাথে শিরক করা ২. নামায পরিত্যাগ করা ৩. পিতা-মাতার অবাধ্য হওয়া ৪. অন্যায়ভাবে মানুষ হত্যা করা ৫. পিতা-মাতাকে অভিসম্পাত করা ৬. যাদু-টোনা করা ৭. এতীমের সম্পদ আত্মসাৎ করা ৮. জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন করা ৯. সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ দেয়া ১০. ফরয রোযা না রাখা ১১. যাকাত আদায় না করা ১২. ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা ১৩. যাদুর বৈধতায় বিশ্বাস করা ১৪. প্রতিবেশীকে কষ্ট দেয়া ১৫. অহংকার করা ১৬. চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে ১৭. একজনের কথা আরেকজনের নিকট লাগোনো. ১৮. আত্মহত্যা করা ১৯. আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ২০. অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা ২১. উপকার করে খোটা দান করা ২২. মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা ২৩. মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা ২৪. জুয়া খেলা ২৫. তকদীর অস্বীকার করা ২৬. অদৃশ্যের খবর জানার দাবী করা ২৭. গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে ২৮. অদৃশ্যের খবর জানতে চাওয়া ২৯. পেশাব থেকে পবিত্র না থাকা ৩০. রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম. এর ৩১. নামে মিথ্যা হাদীস বর্ণনা করা ৩৩. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা ৩৪. মিথ্যা কথা বলা ৩৫. মিথ্যা কসম খাওয়া ৩৬. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা ৩৭. জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া অথবা স্বমেহন (হস্তমৈথুন) করা। ৩৮. সমকামিতায় লিপ্ত হওয়া ৩৯. মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা ৪০. হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা। ৪১. যার জন্যে হিলা করা হয় ৪২. মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা ৪৩. মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা ৪৪. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা ৪৫. মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া ৪৬. খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য ৪৭. অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো ৪৮. কোন অপরাধীকে আশ্রয় দান করা ৪৯. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা ৫০. ওজনে কম দেয়া ৫১. ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা ৫২. ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা ৫৩. জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা ৫৪. গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা ৫৫. দাঁত চিকন করা ৫৬. সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা ৫৭. অতিরিক্ত চুল সংযোগ করা ৫৮. পুরুষের নারী বেশ ধারণ করা ৫৯. নারীর পুরুষ বেশ ধারণ করা ৬০. বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো ৬১. কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা ৬২. পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া ৬৩. পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা ৬৪. মুসলিম শাসকের সাথে কৃত বাইআত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা ৬৫. ডাকাতি করা ৬৬. চুরি করা ৬৭. সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা ৬৮. ঘুষ লেন-দেন করা ৬৯. গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা ৭০. স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা ৭১. জুলুম-অত্যাচার করা ৭২. অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা ৭৩. প্রতারণা বা ঠগ বাজী করা ৭৪. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা ৭৫. স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা ৭৬. পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা ৭৭. সাহাবীদের গালি দেয়া ৭৮. নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা — ইত্যাদি।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ