Call

আপনি মহানবী হযরত মুহাম্মদ (সা:)এর চরিত্র অবল্বন করতে পারেন। এর জন্য আপনাকে হাদিস পড়তে হবে। আসলে হাদীসে সব কিছুই দেওয়া আছে। তিনি কেমন করে উঠেন বসতেন, কেমন করে খেতেন,টয়লেটে যাবার আগে কী বলতে সব কিছু।  তিনি কোন কোন কাজ করতেন না কোন কোন কাজ করতেন সেগুলো পড়ে তদনুসারে কাজ করলে মুক্তি পারেন পাপ কাজ থেকে। তবে ভাব কে কাজে রূপান্তর না করলে সব বিফলে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAbuSayid

Call

আপনি যত গুনাহ করেছেন তওবা করলে সব মাফ হবে।এবং গুনাহ গুলি সাওয়াবে পরিনত হবে। কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকাজ করে ,আল্লাহ তাদের গুনাহ কে সৎকাজে পরিবর্তিত করে দিবেন।আল্লাহ ক্ষমাশিল এবং পরম দয়ালু**আল কুরান** তওবার শর্ত*ক্ষমা চাওয়া**অনুতপ্ত হওয়া***পূনরায় ঐ পাপের কাজ না করা।****কারো হক ভক্ষন করলে তা ফিরিয়ে দেয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ