Call

এই বিষয়টি মাথায় গেথে নিন যে- প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলেই অযু ভেঙ্গে যাবে। বীর্য বের হলে (উত্তেজিত অবস্থায়) গোসল ফরজ হবে। অন্যথায় ধুয়ে নিলেই হবে। পাতলা পানি (অদি/মজি) বের হলে এবং তা কাপড়ে লাগলে যেখানে যেখানে লাগবে তা ধুয়ে নিয়ে অযু করে নিলে হবে। কাপড়ে লাগলে অবশ্যই তা ধুয়া সম্ভব হবে না তাই পরিবর্তন করতে হবে। এই পানি নাপাক পদার্থের অন্তর্ভুক্ত। যেহেতু তা নাপাক ও বের হওয়ার কারণে অযুও ভঙ্গ হয়ে যায় তাই নামায হওয়ার কোন সম্ভাবনা নাই। অবশ্যই নামায ও অযু দুটিই ভেঙ্গে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ