নতুন সদস্যরা বিস্ময়ের ব্যবহার বিধি সম্পর্কে না জানার কারণে, বার বার সতর্ক হতে হয়। বিরক্ত করতে হয় বিশেষ সদস্যদেরকে। যেমন ধরুন: যখন কেউ, যেকোন প্রশ্ন বন্ধ করার সুবিধাটি পাবে, তখন কোন কারণ থাকলে প্রশ্ন বন্ধ করতে হবে বা ডুপ্লিকেট হলে প্রশ্নটি বন্ধ করার নিয়ম কি, ব্যাজগুলো কেন দেয়া হয়েছে, কেন সদস্য নাম সম্পাদনা করা যায় না, পয়েন্ট গুলো কেন দেওয়া হয়, ইত্যাদি। এগুলো না জানার কারণে ভুলভাল করে বসে। এতে অনেক সময় অন্য মেম্বারদের সাথে ঝামেলায় জড়িয়ে যায়। তাই বিস্ময়কে সুন্দর ও পরিষ্কার রাখার প্রয়োজনে, প্রশাসকগনের কাছে অনুরোধ, বিস্ময়ে নীতিমালার সাথে "ব্যবহারবিধি" নামে আরেকটি পেজ যুক্ত করার জন্য। আশা করি প্রশাসকগন বিষয়টি নজরে নিবেন। তাছাড়া বাকী সদস্যদের মতামত কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথমত নতুন সদস্যদের অতিরিক্ত সুবিধাগুলি নিবন্ধিত হবার পরই দেওয়া হয় না। কার্যক্রমের অনুমোদনই ১০০ পয়েন্টের আগ পর্যন্ত বিশেষ সদস্যগণ নিয়ন্ত্রণ করেন। অন্যান্য সুবিধা আসতে আসতে সদস্যগণ ব্যবহারবিধি সম্পর্কে জেনেই যান, একারণেই নির্দিষ্ট পয়েন্টের ওপর অতিরিক্ত সুবিধা দেওয়া হয়।

আর অতিরিক্ত ব্যবহারবিধি পেজের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারো কার্যক্রমে সমস্যা থাকলে বিশেষ সদস্যগণ তা ওয়ালে, বার্তায় বা কমেন্টে জানিয়ে দেন। কিছু না বুঝলে অভিযোগ ও অনুরোধ বিভাগে প্রশ্ন করার সুযোগ আছে। এছাড়া নীতিমালা ও সাহায্য পেজ তো আছেই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিস্ময় ডট কম সাইটের একদম উপরে বড় করে Bissoy Answers লেখা আছে। তারও উপরে এই লেখাটি দেখতে পাবেন 'বিস্ময় অ্যানসারস পরিবারের একজন সদস্য হিসেবে আপনাকে সুস্বাগতম। ব্যবহার বিধি জানতে এখানে ক্লিক করুন... X' এখান থেকে আপনি বিস্ময়ের 'ব‍্যবহার বিধি' জানতে পারবেন। বিস্ময় ডট কম সাইটের একদম নিচে 'মতামত পাঠান নীতিমালা সাহায্য অস্বীকৃতিজ্ঞাপন Jobs DMCA Powered by Bissoy' এই লেখাগুলো দেখতে পাবেন। নীতিমালায় ক্লিক করলে বিস্ময়ের 'নীতিমালা' জানতে পারবেন। সাহায‍্যে ক্লিক করলে সাহায‍্য পাবেন। 'মতামত পাঠান' এ ক্লিক করে প্রশাসক বা কর্তৃপক্ষকে বিস্ময় সম্পর্কে আপনার অভিযোগ, মতামত ও পরামর্শ জানাতে পারবেন। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ