শেয়ার করুন বন্ধুর সাথে
Ronu

Call

বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার কারণে অনেকেই বাইক ব্যবহার করে থাকেন। আর বাইকে অন্য কারো হেলমেট ব্যবহার করতে হয় প্রায় সবাইকেই। একই হেলমেট ব্যবহার করেন অনেকে। কিন্তু এমনটা আর নয়। দ্রুত নিজের জন্য একটি হেলমেট কিনে ফেলুন। কেন? চলুন জেনে নেওয়া যাক কারণ! বিশেষজ্ঞরা বলছেন, একই হেলমেট একাধিক জন ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশনস, খুশকি, চর্মরোগের মতো সমস্যা সংক্রমিত হতে পারে।হেলমেট পরলে মাথা, কান ঢাকা থাকার কারণে আমাদের শরীরের এই অংশ খুব সহজেই ঘেমে যায়। সেই ঘামে ভেজা হেলমেট যখন অন্য কেউ পরেন তখন খুব সহজেই জীবাণুরা সংক্রমিত হয়। এতে করে অন্যজনের শরীরের অসুখ বাসা বাঁধতে পারে আপনার শরীরেও। ফাঙ্গাল ইনফেকশন, উঁকুন, ব্যাকটেরিয়া ইত্যাদি হেলমেটের মাধ্যমে খুব সহজেই অন্যজনের মাথায় চলে যেতে পারে। তাই সাবধান হতে হবে এখনই। সবসময় যদি আলাদা হেলমেট বহন করা সম্ভব না হয় তবে অন্যজনের ব্যবহৃত হেলমেট পরার আগে মাথায় পাতলা রুমাল জাতীয় কোনো কাপড় দিয়ে ঢেকে নিতে পারেন। এতে আপনি সংক্রমণের ঝুঁকি অনেকটাই এড়াতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ