আমি কারো wifi ব্যবহার করলে সেকি বুঝতে পারবে আমি কি কি ইউজ করছি। যেমনঃmessanger,Faceboo..   
Share with your friends
Call

আপনি ওয়াইফাই যা ব্রাউজ করবেন সবই দৃশ্যমান হবে ওয়াইফাইয়ের এডমিনের কাছে।তিনি চাইলে রাউটার এডমিনে প্রবেশ করে Dns আপনার আইপি সনাক্ত করে আপনার ব্রাউজার করা সকল তথ্য দেখতে পাবে।আবার এডমিন ইচ্ছা করলে যে আপনার ফোনের জন্য যে কোন সাইট ব্লক করে দিতে পারবে।

Talk Doctor Online in Bissoy App
Call

হ্যাঁ অ্যাডমিন চাইলে আপনার ব্রাউজিং হিস্টোরি দেখতে পারবে।কিন্তু হিস্টোরিতে থাকা লিংকে গিয়ে প্রাইভেট কিছু দেখতে পারবে না ।যেমন আপনি যদি ফেসবুকে কারো সাথে মেসেজ করেন তার হিস্টোরি অ্যাডমিন দেখতে পারবে।কিন্তু যদি সে ঐ লিংকে ক্লিক করে আপনি কি মেসেজ করেছেন তা জানার জন্য,তাহলে সে তা দেখতে পারবেন না।কারণ আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হলে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়।তারপর আপনি মেসেজ করতে পারেন।এই পুরো বিষয়টি খুবই প্রাইভেট ও কড়া নিরাপত্তাবেষ্ঠীত।তাই অ্যাডমিনকে আপনার মেসেজ দেখতে হলে তাকে আপনার ইউজারনেইম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।যদি সে আপনার ইউজার নেইম ও পাসওয়ার্ড আগে থেকেই জেনে থাকে তাহলেই সে লগইন করতে পারবে আর না জানলে সে তা কখনই পারবে না।শুধু মেসেজ কেন আপনার কোনো কার্যক্রমই সে জানতে পারবে না।শুধু আপনার ফেসবুক আইডির যেটুকু তথ্য পাবলিকের জন্য উন্মূক্ত করা থাকবে সে ততটুকুই দেখতে পারবে।আর এটা শুধু ফেসবুকের ক্ষেত্রেই না আপনি যেসব সাইটে লগইন করে প্রবেশ করবেন সেখানেও একই ঘটনা।আশা করি বুঝতে পেরেছেন। জনাব কোনো কিছু ব্রাউজ করার আগে আপনার ব্রাউজারে Private মোড করে নিবেন।এতে আপনার কোনো ব্রাউজিং হিস্টোরি সেভ হবে না।

Talk Doctor Online in Bissoy App