আমি আমার বন্ধুদের নিকট এবং সবার কাছে খুব গ্রহন যোগ্য হতে চাই তার জন্য আমার কি করনীয়??
শেয়ার করুন বন্ধুর সাথে
Porimolray

Call

এটা প্রমানিত যে, 'কথায় মায়া বাড়ে' অথাৎ *আপনি সবার সাথে মিশতে শিখুন,পরিস্থিতি অনুযায়ী মজার মজার কথা বলবেন *দেখা হলেই কুশল বিনিময় করবেন। *যে বিষয়ে জানেন না ঐ বিষয়ে বোকার মত কথা না বলাই ভাল। *পরিপাটি ও মিষ্টভাষী। *এমন ভাব করবেন যেন সে/তিনিই আপনার বেষ্ট ফ্রেন্ড ***উক্ত সবকটি পয়েন্ট পূরন করুন ।আশাকরি জনপ্রিয় হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সবার কাছে গ্রহণযোগ্য হতে চাইলে আগে দেখতে হবে সবাই কী চায়। আপনার বন্ধু কিংবা পরিবার অথবা অন্য কেউ যে যেরকম পছন্দ করে, আপনি তার সাথে সেরকম ব্যবহার করুন। তাহলে আপনি তার কাছে গ্রহণযোগ্য হবেন। ধরুন, আপনার একটা বন্ধু সিনেমা দেখতে পছন্দ করে। কিন্তু আপনি পছন্দ করেন না। এক্ষেত্রে আপনার বন্ধু সিনেমা দেখতে যেতে চাইলে আপনি তার সাথে যেতে চাইবেন না, যার কারণে আপনার বন্ধটি আপনাকে ইগনর করতে চাইবে এবং এ সময় আপনি তার কাছে গ্রহণযোগ্য হবেন না। আপনিও যদি সিনেমা দেখতে পছন্দ করতেন, তাহলে আপনার বন্ধুও আপনাকে পছন্দ করতো এবং আপনাকে গ্রহণ করতো। এতএব, সবার কাছে গ্রহণযোগ্য হতে চাইলে সবার মনের মতো কাজ সম্পাদনা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

প্রথমেই বলি আপনাকে যে ইগনর করবে বা বন্ধুত্ব  করতে

চাইবে না তার সাথে বন্ধুত্ব করবেন না, কারণ এমন কারো
কারো সাথে বন্ধুত্ব বা সুসম্পর্ক হলে আপনাকে সব সময় তার
কাছে  দূর্বল হয়েই থাকতে হবে। সব সময় মনে করবেন যে, 
আপনার একটা সম্মান আছে আপনাকে যে চাই না আপনি
ছোট হয়ে কেন ওই টাইপের বন্ধুত্ব করবেন তাদের থেকেও
আপনার সম্মান বেশি,  এটা মনে করবেন। বন্ধুত্বের মতো 
বন্ধুত্ব করবেন,  এমন বন্ধু না পেলে একাকি থাকবেন তবুও
ভালো। 

এবার আসি আপনার প্রশ্নের মুল অংশে..... 
আপনার সাথে সবাই বন্ধুত্ব করতে চাইবে বা লোকজন আপনার
প্রতি আকর্ষণিত থাকবে এমনটা হতে হলে সার্বিক দৃষ্টিকোণে
 আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে / টাকা পয়সার অধিকারী 
হতে হবে, স্মার্ট হতে হবে/চলাফেরা করতে হবে আর স্পষ্ঠ এবং সুন্দর ভাবে কথা বলার অভ্যাস করতে হবে। মানুষের সাথে বেশি কথা (অতিরিক্ত নয়) বলার অভিজ্ঞা/জ্ঞান থাকতে হবে, আর 
সর্বদা বুদ্ধিমান হতে হবে। পরিস্থিতি অনুযায়ী হাসি রহস্য, রোমান্টিক ও সহমর্মিতা মূলক আচরণ করতে হবে। আপনি স্টুডেন্ট হলে ভালো স্টুডেন্ট হয়েও জনপ্রিয় হয়ে উঠতে পারেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ