Jamiar

Call

সাধারণত ৩/৪ সপ্তাহে গর্ভবতী নারীকে গর্ভপাত করানোর জন্য গাইনি ডাক্তার এই পিল দিয়ে থাকেন।  আর   একটা পিল  খাওয়ালে গর্ভপাত /মাসিক হওয়ার সম্ভাবনা থাকে । এই  mm-kit পিলের পাতায় একসাথে ৫ টি পিল থাকে।আপনার একসাথে ৪ টি mm-kit পিল খাওয়ানো ঠিক হয় নি।  প্রথমত আপনাকে ১ পিল খাওয়ানো উচিৎ ছিলো। তার পর রক্তপাত না হলে বাকি পিল গুলো ডাক্তারের পরামর্শে খেতে হতো।

তবে যাই হোক যেহেতু আপনি খেয়েই ফেলেছে সে ক্ষেত্রে লক্ষ রাখবেন এই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো। আর যেহেতু একসাথে ৪ টি mm-kit পিল খেয়েছেন সেক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবের কারনে রক্তপাত হতে কয়েক দিন দেরি হতে পারে অপেক্ষা করুন রক্তপাত হবে। 

তবে যেহেতু একসাথে ৪ টি mm-kit পিল খেয়েছেন তাই পার্শ্বপ্রতিক্রিয়া জেনে রাখুন:- 

  • জরাজয়ুজ রক্তক্ষরণ
  • অত্যধিক যোনি রক্তপাত।
  • পেটে ব্যথা
  • মাথা ঘোরা।
  • ভারি যোনি রক্তপাত
  • ভারি রক্তপাত
  • সংক্রমণের নিম্নলিখিত গর্ভপাত
  • বমি বমি ভাব বমি হওয়া।
  • শরীর ঠান্ডা হয়ে যাওয়া, সেক্ষেত্রে প্রচন্ড  জ্বর ও মাথা ব্যথা হতে পারে।

উপরোক্ত পার্শ্বপ্রতিক্রিয়া গুলো  অধিক হারে দেখা দিলে অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিবেন

Talk Doctor Online in Bissoy App