সেক্স করেছি ২ মাস গত হয়েছে। ২৪ hrs এর মধ্যে নরপিল খাইয়েছিলাম। এরপর প্রথমবার পিরিয়ড খুব কম হল। যার ফলে কিছুদিন পর ওর পেট ফুলে যায়, বমি হয়। আমি তখন রক্তের hcg টেস্ট করি। hcg লেভেল ২ এর কম। গতমাসে পিরিয়ডের ফ্লো খুব বেশি ছিল। ওষুধ খেয়ে বন্ধ করেছে। তারপর পেট ফুলা কমে ও বমি চলে যায়। এই মাসে আবার ১০ দিন ধরে ওর বমি ও পেট ব্যথা। আমি আবার ল্যাবে ও বাসায় ইউরিন টেস্ট করেছি। রেজাল্ট নেগেটিভ। পিরিয়ডের ২ দিন বাকি আছে। কিন্তু বমি, পেটব্যথা এখনো আছে। সমস্যাটা কি হতে পারে একটু বলুন প্লিজ। এটা কি প্রেগন্যান্সি জনিত সমস্যা নাকি অন্য? কি করা যায়?
Share with your friends
Jamiar

Call

এটা প্রেগন্যান্সি কোন লক্ষন না।এসব ইমার্জেন্সি পিলের কারনে এরকম পার্শ্বপ্রতিক্রিয়া প্রভাব ফেলতেছে।কাজেই অপেক্ষা করুন মাসিক ক্লিয়ার হলেই সব সমস্যা সমাধান হবে।ইনশাআল্লাহ।। 

Talk Doctor Online in Bissoy App