ইসব গুলের ভুষি আর গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়ার পরেও গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য যাচ্ছে না।আজকে ২ দিন পায়খানা ও হয় না।কেউ কিছু বলুন প্লিজ! 
শেয়ার করুন বন্ধুর সাথে
MusabUmayer

Call

নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন। নিজে নিজ ওষুধ খাওয়া উচিত নয়।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রচুর পানি খান। ব্যায়াম  করুন। Osmolax সেবন করুন দিনে ২ বার।  উন্নতি না হলে ডাক্তার দেখান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনি সে গুলো নিয়মিত খেতে থাকুন এবং সেই সাথে হামদার্দ এর ইকটার্ন   সিরাপ টি সেবন করবেন। দুই বেলা। সকাল ও রাতে ২ চামুচ করে। এবং  কোষ্ঠকাঠিন্য দূর করার  কিছু   আঁশযুক্ত  খাবার খাবেন যেমন- শিম, শাকসবজি, ফল, লালরুটি, কলা, গাজর, টকদই, পাকা বরই, বচিকি দানা, বেলের শরবত, কাঠবাদামের তেল, শসা, খোসাসহ আপেল, পার্লংশাক, লালচাল, লাল আটা, পপকর্ন, কমলা, কিসমিস। কম আঁশযুক্ত খাবার যেমন- প্রক্রিয়াজাত খাবার, দুগ্ধজাতীয় ও মাংসজাত খাবার কম খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ