আমি একটি মেয়েকে খুব ভালোবাসি।
২০১৬ এর শুরু থেকে মেয়েটির প্রেমে
পরেছিলাম। তখন আমরা একি স্কুলে আমি
Class-9 আর ও class-6 পড়তাম। কিন্তু
আমি ওকে আমার ভালবাসার কথা বলিনি
এমন কি আমি তার সাথে কোনো দিন কথাও
বলিনি।
কিন্তু আমি যে ওকে ভালবাসি স্কুলের Sir-
Madam থেকে সবেই জানে। হয়তো সেও
জানতো। আমরা কথা না বলেও দুজনের
চোকা-চোকি হতো।আর আমি Sure ছিলাম
সেও আমাকে ভালবাসে ।

আমি তার সাথে কেনো কথা বলিনি:

সে তার চাচার বাড়িতে থাকে আর চাচা কঠোর
ধার্মিক লোক । আর যদি তার চাচা জানতে
পারে তার কোনো ছেলের সাথে রিলেশন
আছে তাহলে তাকে অন্য স্কুলে নাম
লাগিয়ে দিবে আর ওর চাচার বাড়ি স্কুলের
একেবারে পাশেই ছিলো।নি যে আমার জন্য
ওর কোনো কষ্ট/ক্ষতি হক। আর আমার একটা সমস্যা ছিলো আমি ওর Language
বলতে পারতাম না।
এমন করে এক বছর চলে গেল। তখন(2017)
আমি cl-10 আর ও cl-7 । 2018 সালে
সে school pass করে কলেজ এ নাম লাগাম
এখন আমি cl-11আর ও cl-8 থাকার কথা ছিলো কিন্তু
একclass বাঢ়ি এ cl-9 পড়ে আর (schoolও changeকরেছে)।
কিন্তু তাকে বলতেইপারিনি আমার ভালবাসার কথাটা।

কিন্তু এই মাস খানেক আগে মেয়েটি
schoolএ যাওয়ার সময় আমি ওকে Propose
করেছি, তার পর সে বলল তার বোলে
এখন প্রেম করার ইচ্ছা নাই। তারপর
মেয়েটিও আমার সাথে বেশ আগ্রহী হযে
অনেক কথা জিজ্ঞাসা করলো।(কোন কলেজ
এ Admission নিছি,আমার বন্ধুরা কোথায়
নিছে ইত্যাদি ) তার সাথে কথা বলতে বলতে
কখন তার school এর সামনে চলে গেছি নিজেও
জানিনা।
ও আমার সাথে যেভাবে আগ্রহী
হয়ে কথা বললে আমি 100% sure সেও
আমাকে ভালবাসে।
সেদিন বিকেলে ওকে দেখতে ওদের বাডির
পাশে গেলাম। আর ও আমাকে খুব আনন্দিত
আর সে তার ছোট ভাযেই সাথে হাসাহাসি,
খেলতে লাগলো।
আমি তখন ১১০% নিশ্চিত ।

তারপরের দিন তার schoolএর সময, তাকে দূরে
দেখেই কেমন যেনো তার মনটা খারাপ
খারাপ লাগলো।

সে আমার কাছে এসেই বলল তুমি আর আমাকে
দেখতে আসোনা,আরো বলল-
তুমি যে কালকে আমার সাথে আমার school সামনে
গিয়েছিলে তখন আমার sirরা তোমাক
দেখেছে এবং আমার বাবা/চাচাকে বলে দিয়েছে ।

তখন আমি বললাম-ঠিক আছে আসবনা,
কিন্তু আমার answerটা দেযে যাও।
সে বলল, তোমাকে তো কাকলে বলে
দিয়েছি আমার প্রেম করার ইচ্ছে নেই ।
আমি answerএর কারণে জোর করাতে
সে বলল- অল্প থেমে,আমি অন্য কাউকে ভালবাসি,
তুমি এখন যাও। আর আমি কিছু বলিনি।

প্রশ্নঃ এখন আমি কি করব? আর সে কি
আমাকে ভালবাসে?


শেয়ার করুন বন্ধুর সাথে

Call

হ্যা তার মাঝে ভালবাসা প্রকাশ পাচ্ছে ,কিন্তু মেয়েটি পারিবারিক ভয়ে বলতে পারছে না আপনি তার মনের ভয় ভাগ্ঙান তবেই ভালোবাসা হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

হুম সে আপনাকে ভালোবাসে ঠিকই কিন্তু হয়তো কারো ভয়ে সেটা আপনাকে বলতে চাচ্ছে না । আবার এমনও তো হতে পারে সে আপনার সাথে এমন ব্যবহার করে আপনাকে পরিক্ষা করতেছে আপনি সত্যিই ওকে ভালবাসেন কি না । আপনি একটু ধৈর্য ধরেন দেখবেন সব ঠিক হয়ে গেছে আর আপনি তো অবশ্যই জানেন মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফাটে না । তাই আপনি আর কিছু দিন অপেক্ষা করেন তখন দেখবেন আপনার ভালোবাসার মানুষটি আবার আপনার কাছেই চলে আসছে । আর ও যে বলছে ও অন্য একটা ছেলেকে ভালোবাসে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ মেয়েদের ভালোবাসা পাওয়া খুব কঠিন যাকে তাকে দেয় না । সুতরাং আপনি কিছুদিন ওর সামনে না গেলেই ও আপনাকে দেখার জন্য অস্থির হয়ে যাবে ১০০% শিউর। আর আপনি চাইলে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন আপনার ভালোবাসার মানুষের জন্য আল্লাহ পাক আপনার দোয়া কবুল করলে আপনি তাকে খুব সহজেই বিয়ে করে নিতে পারবেন ্।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ