দিবস আর রজনী মিলে এক দিন হয়। আর তা ১২+১২=২৪ ঘণ্টায়ই হয়। যেমন বলা হয় সাত দিনে এক সপ্তাহ। এমন বলা হয় না যে, সাত দিন ও সাত রাতে এক দিন হয়। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাস্তবে, ১ দিন = ১২ ঘন্টা। ১ রাত = ১২ ঘন্টা। ১ দিন + ১ রাত = ২৪ ঘন্টা। বা, দিন+রাত = ২৪ ঘন্টা। বই-পুস্তক বা প্রচলিত ভাষায়, ১ দিন = ২৪ ঘন্টা বলতে ১ দিন + ১ রাত = ২৪ ঘন্টাকে বুঝানো হয়েছে। যেমন, ছাত্রজীবন বলতে শুধু ছাত্রদের জীবনকে বুঝানো হয় না, ছাত্রীদের জীবনকেও বুঝানো হয়। কিন্তু বই-পুস্তক বা প্রচলিত ভাষায়, তা শুধু ছাত্রজীবন, ছাত্রীজীবন বলা হয় না। তাই, ১ দিন = ২৪ ঘন্টা বলতে দিন+রাত = ২৪ ঘন্টা বুঝতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ