Call
Warranty শব্দের অর্থ হলোঃ নায্যতা বা কর্তৃত্ব। পন্যসামগ্রী মেরামত বা বদলে দেবার ক্ষেত্রে যে লিখিত পদ্ধতি প্রদান করা হয়, তাকে (Warranty) বলে। আর Garranty বলে কোনো শব্দ নেই। এটির আসল উচ্চারণ হবে 'Guarantee' যার অর্থ হলোঃ অঙ্গিকার বা জামিনদার। কোনো কিছু স্বীকৃতি শর্তাবলি পূরণের প্রতিশ্রুতি বা অঙ্গিকারকে (Guarantee) বলে।
Talk Doctor Online in Bissoy App
Call

ওয়ারেন্টি অনেকটা ইন্স্যুরেন্স পলিসির মত। এটি পণ্যের মান নিশ্চিত করে। আইনগতভাবে কোনো পণ্য কেনার পরে পণ্যটিতে কোনো ত্রুটি দেখা দিলে তা মেরামত করা নিশ্চিত করে এই ওয়ারেন্টি। সাধারণত গাড়ি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় অর্থাৎ দীর্ঘকালীন ব্যাপারে এটি ব্যবহৃত হয়। ওয়ারেন্টি পরিশোধ করতে হয়। মূলত ওয়ারেন্টি দ্বারা পণ্যের কিছু নির্দিষ্ট অবস্থা সম্পর্কে গ্রাহককে লিখিতভাবে নিশ্চিত করা হয়। গ্যারান্টিও পণ্যের মান নিশ্চিত করে কিন্তু এতে কোনো ফি পরিশোধ করতে হয় না। ক্রয়কৃত পণ্যে কোনো ত্রুটি দেখা দিলে তা ঠিক করার পরিবর্তে বদলে দেয়া হয়। সাধারণত এটির মেয়াদ স্বল্পকালীন হয়ে থাকে। গ্যারান্টিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রয়কৃত পণ্য বদলে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

Talk Doctor Online in Bissoy App