Call

বিয়ের আগে কোনো ছেলে মেয়ে যৌন মিলন করলে সেইটা কবিরা গুনা হবে এবং পরে যদি তাদের বিয়ে ও হয় তাহলে সেই ছেলের জন্য ঔ মেয়ে নাজায়েয হয়ে যাবে। আল্লাহ্‌ যদি তাদের ক্ষমা না করেন তাহলে তারা জাহান্নামে জাবে।।আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ব্যভিচারী পুরুষ-ব্যভিচারীণীকে অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করে না এবং ব্যভিচারিণী নারী, তাকে ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না, আর মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে। (সূরা আন-নূর ৩) যিনা কবিরা গুনাহ যা তাওবাহ ব্যাতিরেকে মাফ হয়না। কুরআন শরীফে বলা হয়েছে, ”লা তাকরাবাল যিনা” তোমরা যিনার ধারে-কাছেও যেওনা। তোমরা যিনার ধারের কাছেও যেয়ো না কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কর্ম, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। (ইসরাঈলঃ ৩২) বিয়ের আগে ছেলে মেয়ে যৌন মিলন করে তারা উভয়কে বিয়ে করতে না চাইলে এটা হবে বোকামি। যেহেতু যিনাকারীদের মুমিনদের জন্য হারাম করা হয়েছে। তাই ব্যভিচারী পুরুষ-ব্যভিচারীণীকেই বিবাহ করা উচিত। কী শাস্তি হবে পরকালে? এটা আল্লাহ তায়ালার ইচ্ছাধীন তিনি মাফ-ও করতে পারেন শাস্তি-ও দিতে পারেন। ছেলেটি ক্ষমা না করলে কি ক্ষমা পাবে? ভাই! ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যদি তওবা না করে মারা যায় তাহলে উভয়ের শাস্তি হবে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ