Habib96

Call

না, তাদের বিয়ে হবে না৷ কেননা বিয়ে শরিয়ত সম্মত হওয়ার জন্য দুজন পুরুষ/একজন পুরুষ দুজন মহিলা সাক্ষী হিসেবে উপস্থিত থাকা আবশ্যক৷ আর এখানে সাক্ষী রয়েছে একজন, তাই তাদের বিয়ে সঠিক হয় নি৷ এছাড়া অভিভাবকের অনুমতি ছাড়া কোন ছেলে-মেয়ে  যদি কুফু (সমতা বিধান রক্ষা করা) তে বিয়ে করে তাহলে তা সম্পাদন হয়ে যায়৷ আর যদি গায়রে কুফুতে  করে তাহলেও তা সম্পাদন হয়ে যায়, তবে অভিভাবকের আপত্তির অধিকার থাকে৷ চাইলে তারা বিবাহ কার্যকর করতে পারে অথবা বাতিল করে দিতে পারে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mark

Call

মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করলে এবং তা যে পর্যন্ত মেনে না নিবে ইসলামি শরিয়ত মোতাবেক তা হারাম।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না! একজনের সাক্ষীতে বিয়ে হবেনা। কমপক্ষে দুইজন পুরুষ বা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী হিসেবে থাকতে হবে। হেদায়া গ্রন্থে আছেঃو لا ينعقد نكاح المسلمين إلا بحضور شاهدين الخ أو رجل و امرأتين ج/٢ ص/٣٠٦

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ