Share with your friends
Call

H২O কে    O    এভাবেও প্রকাশ করা হয় যেখানে এর আকৃতিটা অনেকটা                                            /    \           H        H     ^  অর্থাৎ কোণা আকৃতির। এ কারণে H২0 এর আকৃতি কৌণিক।  

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

পানির অনুতে দুটি হাইড্রোজেন পরমানু ও একটি অক্সিজেন পরমানু আছে, এবং এটি না পুরাপুরি আয়নিক বন্ধন, না পিওর সমযোজী বন্ধন। পানিতে অবশ্যই সমযোজী বন্ধন আছে কিন্তু তা পিওর নয়, ফাজানের নীতি অনুসারে ইলেক্ট্রন মেঘের ঘনত্ব একটি হাইড্রোজেন পরমানুর দিকে থাকায় সামান্য চার্জ বা পোল সৃষ্টি করে, অপরদিকে আরেকটি হাইড্রোজেন পরমানু অক্সিজেনের দ্বিতীয় ইলেক্ট্রনের সাথে শেয়ার হলে ঐ ইলেক্ট্রন মেঘের জন্য পজিটিভ পোল সৃষ্টি হয়। আবার দুটি হাইড্রোজেন পরমানুর মধে দুর্বল সিগমা আকর্ষন থাকে বলে পরমানুদ্বয় ১৮০ ডিগ্রি সরল রেখা থেকে আকর্ষনের জন্য কিছুটা সরে এসে ১০৫ ডিগ্রি কোনে অবস্থান করে ফলে অক্সিজেনের সাথে ত্রিভুজের মত ১০৫ ডিগ্রি কৌনিক ভাবে থাকে বলে H2O কৌনিক।

Talk Doctor Online in Bissoy App