Call

ওরা আপনাকে দশ টাকা মূল্যের ব্যালেন্স দিলো যা দিয়ে আপনি কথা বলছেন। কিন্তু ওরা এটা পায় কোথায়? সেটা  তো আপনিই কিনে নিলেন দশ টাকা দিয়ে। কোম্পানি একটা প্রোডাক্ট উৎপাদন করে যার নাম রিচার্জ কার্ড বা ফ্রেক্সি লোড বা মোবাইল রিচার্জ। সেই প্রোডাক্ট টা আপনি কিনলেন নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে। রিচার্জ করার পর আপনি দেখলেন যে আপনার মোবাইলে একটা নির্দিষ্ট মানের ব্যালেন্স দেখাচ্ছে। এই ব্যালেন্স ওইটাই যা আপনি কিনলেন। আর এটাই ওরা আপনার কাছে সেল করেছে। ঠিক আলু কিনার মত বুঝে নেন। আলু কৃষক পায় কোথা থেকে? এর পরের স্টেপ গুলো নিজেই ভাবুন, উত্তর পেয়ে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

সিম কোম্পানিদের টাকা লাগেনা, এটা কম্পিউটার কতৃক তৈরি কোড যা ডাটাবেজে সংরক্ষন করা হয় পয়েন্ট আকারে। আপনি যখন কথা বলেন তখন নির্ধারন করে দেয়া হয় কত পয়েন্টে কতক্ষন কথা হবে, যেমন ৫ পয়েন্টে ১ মিনিট নির্ধারন করলে, আপনি এক মিনিট কথা বললে কম্পিউটার ৫ পয়েন্ট মুছে দেবে। এখন আপনি যে টাকা রিচার্জ করেন তার অর্থ হচ্ছে আপনি কোম্পানিকে ১০ টাকা দিলেন। কোম্পানি তার বদলে আপনাকে ডাটাবেজ থেকে ১০০ পয়েন্ট দিল। কাজেই ঐ ১০০ পয়েন্টে আপনি ২০ মিনিট কথা বলতে পারবেন, ১০০ পয়েন্ট শেষে আপনি কল করলে কম্পিউটার সফটওয়ার সংযোগ দেবেনা। যেহেতু আমরা শুধু টাকার হিসাব দেখি তাই মনে হয় টাকা লাগে, আসলে তা নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ