Call
কোন সিম কার নামে রেজিষ্ট্রেশন করা আছে বা বিকাশ অ্যাকাউন্টি কার নামে খোলা আছে এটা খুবই সিক্রেট বিষয়।তাই এটা জানার ক্ষমতা সাধারণ মানুষের নেই।শুধু নিজের NID কার্ড দিয়ে কতটি সিম রেজিষ্ট্রেশন করা আছে এটা জানা যায়।কিন্তু প্রশাসনের এই ক্ষমতা আছে।তারা এটার পুরো বিস্তারিত জানতে পারে।অর্থাৎ কার নামে রেজিঃ করা আছে,কবে করা হয়েছে,কার NID কার্ড দিয়ে খোলা হয়েছে ইত্যাদি সবকিছু।
জনাব,আপনি বিষয়টি আপনার নিকটস্থ থানায় জানান।তারাই আপনাকে সাহায্য করবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিকাশ থেকে টাকা চুরি হওয়া খুবই কঠিন ব্যাপার।আপনার বিকাশ পাসওয়ার্ড যতক্ষন পর্যন্ত কেউ না জানতে পারবে,ততক্ষন পর্যন্ত বিকাশের টাকা চুরি করা সম্ভব নয়।আপনার বিকাশের টাকা চুরি হলে,আপনার নিকটস্থ থানায় একটি জেনারেল ডায়রি করবেন।তারপর তারা এটা Investigation করে দেখবে,থানার কর্মকর্তাদের আপনি প্রজনীয় তথ্য দিয়ে সাহায্য করবেন।অর্থাৎ,কখন চুরি হয়েছে,কাকে আপনার সন্দেহ হয়,কেউ কি আপনার বিকাশ পাসওয়ার্ড জানে?ইত্যাদি তথ্যের মাধ্যমে সাহয্য করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ