35 হাজার মধ্যেই কি laptop ভালো হবে ?
Share with your friends
Waruf

Call

আচ্ছা প্রায় সবাই শুধু এমন প্রশ্ন করছে যে ২০ বা ২৫ বা ৩০ বা ৩৫ হাজার টাকায় ভাল ল্যাপটপ হবে কিনা। অনেকেই সাধ্যমত উত্তরও দিচ্ছেন কিন্তু আসলে এই প্রশ্নের উত্তর দেয়া খুবি মুশকিল। কারন আপনি ল্যাপটপটি কি কাজে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে ভাল নাকি মন্দ। যেমন ২৫ হাজার টাকার ল্যপটপও খুবি ভাল যদি আপনার কাজ হয় শুধু একটু লেখা আর মুভি দেখা আর সাদা মাটা নেট ব্যবহার করা, সাদামাটা নেট বলতে দু একটা সিম্পল ওয়েবসাইট যেমন ফেসবুক, পেপার সাইট, আমাদের বিস্ময় এগুলো।  কিন্তু যদি বলেন আমি আরও বড় কাজ করব , ডিজাইনের কাজ। ফটোশপ, এইচডি ভিডিও তবে তখন ৩৮ হাজারের উপরে যেতে হবে, যদি বলেন না আমি আরও বড় যেমন ৩ডি। ভিডিও এডিটিং করবো তবে আপনাকে ৫০ হাজারের উপর যেতে হবে। হ্যা এখানে অনেকেই বলতে পারে কেন ভাই ২৫ হাজার টাকার ল্যাপটপে ফটোশোপ তো হয়। আমিও বলছি হ্যা হয় ভাই। কিন্তু যখন একটু জটিল কমান্ড দেবেন তখন বেধে যাবে, রেন্ডারিং স্লো করবে, তখন হ্যাং হয়ে পড়ে থাকবে। কাজেই আপনি আগে ভাবুন যে আপনি কি কাজ করতে চান তারপর সাজেশন নিন। তা না হলে সবচেয়ে বেস্ট সাজেওশন ও বৃথা যাবে, কেনার পর বাস্তবে চালিয়ে কপালে হাত। 

Talk Doctor Online in Bissoy App