এসব দ্বারা ‍কি বেঝানো হয় খারাপ পরিবেশে নিজেকে ভালো রাখার কার্যকরী কৌশল কি
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি (নিজে) ভালো তো জগৎ ভালো। অর্থাৎ আপনি যদি আদর্শ মানুষ হোন, তাহলে পৃথিবীটাকেও আপনার কাছে আদর্শ পৃথিবী মনে হবে। আপনি ভালো হলে, পৃথিবীটাও আপনার কাছে সুখময়, শান্তিময় মনে হবে। যদি আমরা নিজেরা সুন্দর (ভালো) হয়ে যাই, পৃথিবীটাও শান্তিময় সুন্দর পৃথিবীতে পরিণত হবে। যারা ভালো মানুষ, তারা সবকিছুতে পজিটিভ চিন্তা করে, ফলে তারা নিজেদের পজিটিভ পৃথিবী নিজেরাই গড়ে তুলে। আপনি যদি ভালো হতে না পারেন বা খারাপ হোন, তাহলে আপনার পৃথিবী বা আপনার ভবিষ্যৎ অসুন্দর হয়ে পড়বে। জগতের সবকিছুই আপনার কাছে কালো আর অসুন্দর মনে হবে। তাই নিজে ভালো হোন আর জগতকে ভালো করে তুলুন। সুন্দর একটা পৃথিবী গড়তে হলে, সুন্দর মনের সুন্দর মানুষ চাই। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিজে ভালো তো জগৎ ভালো যত্ন, তবে আপনার জানতে হবে যে সেই ভালো তা কমন অর্থাৎ পুরোপুরি ভালো হতে হলে কি কি বৈশিষ্ট দরকার.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ