HTTP হল একটি প্রটোকল এবং HTTP এর পুর্ণ রুপ হচ্ছে HyperText Transfer Protocol তো HyperText Transfer করবার জন্য যে প্রটোকল তা ই HTTP. এবার প্রশ্ন আসে HyperText কি? Hypertext বলতে আসলে ওয়েবের টেক্সট, লিংক এবং পাশাপাশি ওয়েব বেজড কন্টেন্ট যেমন ছবি, অডিও, ভিডিও ইত্যাদি কে বোঝায়। এটি প্রতিটি ওয়েবসাইটের Domain Name এর শুরুতে বসে http:// । কখনও কখনও https ও বসে। আপনার কোন ওয়েবসাইটের এড্রেস বাউজারের এড্রেস বার থেকে কপি করে দেখবেন, ডোমেইন নেম এর শুরুতে আছে htttp বা https এবং এটি বলে দেয় ওয়েব বেজড কন্টেন্ট গুলো কোন পোর্ট ব্যবহার করে এবং প্রটোকল ব্যবহার করে আদান প্রদান করা হবে । আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web – WWW ) কে অধিকাংশ সময়ই ওয়েব নামে ডাকা হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (সংক্ষিপ্তরূপ দি ওয়েব ) হল ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভাণ্ডার। ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়্যার্ক। ওয়েবের সবগুলো কম্পিউটার একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। এটি শুধু কম্পিউটারের জন্য। মোবাইলের জন্য হচ্ছে m. কখনও কখনও মোবাইলেও www দেখা যায়, কারণ তখন মোবাইলটি ওয়েব বা ডেক্সটপ মুডে থাকে। আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App