Mominraj

Call

আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা মুনাফা । ১০০ টাকার ১ বছরে যে মুনাফা হয় তা মুনাফার হার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মুনাফার হার:-১০০ টাকায় ১ বছরে মুনাফা কে বলা হয় মুনাফার হার। মুনাফা:প্রারম্ভিক টাকার ওপর ভিত্তি করে যে আলাদা টাকা দেওয়া হয় তা হল মুনাফা।একে সুদও বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বছর শেষে ১০০ টাকার উপর ব্যাংক অাপনাকে যে সুদ দিবে সেটা হল মুনাফার হার। আর ব্যাংকে জমাকৃত মোট টাকার উপর ব্যাংক আপনাকে যে সুদ দিবে সেটা হল মুনাফা। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি ব্যাংকে ২০০০ টাকা জমা রাখলেন। এখন, ১০০ টাকা জমা রাখলে ব্যাংক যদি অাপনাকে ১০ টাকা দেয়, তাহলে এই ১০ টাকা হল মুনাফার হার। তাহলে ২০০ টাকা জমা রাখলে ২০ টাকা,৩০০ টাকা জমা রাখালে ৩০ টাকা সুদ পাবেন। এভাবে ২০০০ টাকা জমা রাখার জন্য বছর শেষে ২০০ টাকা সুদ পাবেন। এখানে, এই ২০০ টাকা হল মুনাফা। কারণ এই ২০০ টাকা মোট জমাকৃত ২০০০ টাকার উপর পাওয়া গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মুনাফাঃ ব্যাংকে টাকা জমা রাখলে, বছরশেষে বা নির্দিষ্ট সময় পর আসলের উপর যে লাভ বা অতিরিক্ত টাকা দেয়া হয়, তাই মুনাফা । মুনাফার হারঃ কোনো নির্দিষ্ট টাকার উপর কোনো নির্দিষ্ট সময়ের জন্য যে হারে বা শতকরায় মুনাফা দেয়া হয় তাকে মুনাফার হার বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ