ভাই ও বোনেরা।। আমি আগে পরে অনেক জানতে চেয়েছি আমার বউ এর বেপারে।।আজ থেকে আর ৩ দিন পর আমার প্রথম বিবাহ বার্ষিকি। কিন্তভাই ও বোনেরা সে আমার মনের মানুস ছিলো আজ সে আমার স্ত্রী। কিন্ত তার থেকে একটা মুহুর্ত আমি কোন কথা মিল পাই না। আমার কোন কথা শুনে না। এখন আজ ২ সপ্তাহ ধরে বলতেসে যে আমি গেঞ্জি পরবো, রাস্তায় স্টাইল করে চলবো, কোন বোড়কা আর মুখ ঢাকবো না। তুমি এইসব মেনে নিতে পারলে আমাকে জানিয়ো আর না পারলে নাই।। এই বলে আমাকে সব কিছু থেকে বলক করে রেখেছে।। অবশেসে আমি ওরে বললাম যে তুমি কি তোমার চোখের সামনে আমাকে দোঝখে ফেলবা ও কিছি বলে না।। এখন ভাই জারে দিয়ে আমি কোন সুখ পাছি না কোন ভালোবাসা পাচ্ছি না এইভাবে ত সংসার ঠিক ভাবে এগোবে না তাই না? এখন আমি কি ওরে তালাক করে দিবো???  আমার কাছে মনে হচ্ছে তালাক করে দিলেই ভালো হবে, এখন আপ্নাদের মতামত চাই
শেয়ার করুন বন্ধুর সাথে

এক্ষেত্রে শরীয়তের বিধান হলো, এ ব্যাপারে উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে বিষয়টা সুরাহা করার চেষ্টা করতে হবে৷ এতে যদি কাজ না হয় তাহলে প্রথমে এক তালাক দিতে হবে৷ এভাবে তিনবারে তিন তালাক দিতে হবে৷ মনে রাখবেন, জায়েয কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ হলো তালাক৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই আপনি উনাকে ভালোভাবে বুঝান যে উনার এই কাজের জন্য শুধু উনি নন আরো ৩জন পুরুষ ও গুনাহের ভাগিদার হবে ১স্বামী ২বাবা ৩বড়ভাই আপনি এই বিষয়টা আপনার বাবা মা শ্বশুর শ্বাশুড়ির সাথে শেয়ার করুন,হয়তো তারা কিছু একটা করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার মতে উভয় পক্ষের অভিভাবকের মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করাটা ভালো। তারপরও যদি সে নিয়ন্ত্রণে না আসে সেক্ষেত্রে আপনি যদি না রাখতে চান তাহলে তালাকের সিদ্ধান্ত নিতে পারেন। তার আগে আপনি ইসলাম অনুসারে পর্দার বিষয়টি আরো সুন্দর করে বুঝিয়ে বলুন এবং স্বামীর প্রতি তার কর্তব্য সম্পর্কে অবহিত করুন তাতে যদি কাজ না হয় তাহলে আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একটা কথা মনে রাখবেন, কোনো কাজ করার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিবেন যে এই কাজটি করার পর ভবিষ্যৎ এ কি হবে। তালাক দেওয়ার পর আপনি হইতো আরেকটা বিয়ে করতে পারবেন কিন্তু ভাবী কি পারবে বিয়ে করতে। কারণ তালাক দেওয়া মেয়েকে কেউ বিয়ে করতে চায়। আপনি অন্যকে দুঃখ দিয়ে নিজে সুখি থাকতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, ধৈর্য সফলতার চাবিকাঠি। তাই আমার মতে তালাক দেওয়াটা ঠিক হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ