Hsc 2019 এর জন্য কোন টেস্ট পেপার টি ভাল হবে বলবেন কি স্যার একটু কষ্ট করে ????¿¿¿ আর একটি প্রশ্ন টেস্ট পেপার কেনা কি অতি জরুরী????
Share with your friends

বাজারে মোটামুটি ৩ টি প্রকাশনীর টেস্ট পেপার বেশি পাওয়া যায়। এগুলো হল লেকচার,পাঞ্জেরী আর অনুপম। তবে বেশিরভাগ শিক্ষার্থী লেকচার টেস্ট পেপার বেশি কিনে থাকে কারণ অন্যান্য টেস্ট পেপারের তুলনায় লেকচারের মান একটু ভাল। তাই আমি অাপনাকে লেকচার টেস্ট পেপার কিনার পরামর্শ দিচ্ছি। টেস্ট পেপার কিনা অতি জরুরী নয়। তবে টেস্ট পেপার কিনা অনেক ভালো। কারণ টেস্ট পেপারে বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং স্বনামধন্য স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন থাকে যা অাপনাকে প্রশ্নের ধরন বুঝতে সহায়তা করবে এবং এইচএসসি পরীক্ষার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

২০১৯ সালে আমার মতে ক্যাপ্টেন টেস্টপেপার ভালো মনে হয়। টেস্টপেপার পড়া দরকার কারন আপনি সারা বছর লেখাপড়া করার পর কতটুকু শিখতে পারছেন বা কি শিক্ষা বাকি আছে তা জানতে পারবেন টেস্টপেপার পড়ে।এবং আপনার অজানা বিষয় গুলো আপনি ধরতে পারবেন এবং পরে শিখেনিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App