শেয়ার করুন বন্ধুর সাথে
Call

রাসূল (সাঃ) সর্বদাই বাবরী রেখেছেন। তাই বাবরী রাখা রাসূল (সাঃ) এর সুন্নত। বাবরী তিনি কিভাবে রাখতেন? এ বিষয়ে তিন ধরণের বর্ণনা এসেছে। যথা- ১.. ওয়াফরা তথা কানের লতি পর্যন্ত চুল। ২.. লিম্মা তথা গর্দান ও কানের লতির মাঝামাঝি বরাবর বড় রাখা। ৩.. জুম্মা তথা ঘাড় পর্যন্ত আলম্বিত চুল। হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) এর চুল তাঁর দুই কানের লতি পর্যন্ত লম্বা ছিল। হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) এর চুল ঘাড়ের উপর এবং কানের নীচ পর্যন্ত লম্বা ছিল। হযরত বারা বিন আজেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কোন ব্যক্তিকে কান পর্যন্ত বাবরীধারী, লাল ইয়ামেনী চাদরের আবরণে রাসূল (সাঃ) থেকে অধিক সুন্দর দেখিনি। রাবী মুহাম্মদ (রহঃ) অতিরিক্ত বর্ণনা করে বলেন যে, তাঁর চুল ঘাড় পর্যন্ত লম্বা ছিল। চুল রাখার ক্ষেত্রে একটি নিষিদ্ধ পদ্ধতি হাদীসে বর্ণিত হয়েছে। সেটি হল, মাথার এক পাশের চুল কামিয়ে ফেলা, আরেক দিকের চুলকে রেখে দেয়া। এ পদ্ধতি নিষিদ্ধ তথা হারাম। তাই এ পদ্ধতিতে চুল রাখা জায়েজ নয়। আর কোন পদ্ধতির জায়েজ বা নাজায়েজের কোন কথা পরিস্কার ভাষায় হাদীসে বর্ণিত হয়নি। বা রাসূল (সাঃ) থেকে প্রমাণিত নয়। তাই উপরোক্ত নিষিদ্ধ পদ্ধতি বাদ দিয়ে যেকোন পদ্ধতিতে চুল রাখা জায়েজ। যেমন সমস্ত মাথার চুল সমান করে কাটা। বা সামনে খানিক বড় পিছনে ছোট। বা একদিকে বড় আরেক দিকে ছোট ইত্যাদি পদ্ধতি যতক্ষণ না কোন বিধর্মীর অনুসরণে করা না হবে ততক্ষণ তা নাজায়েজ বলার কোন সুযোগ নেই। তবে এক্ষেত্রে অন্য সকল বিষয়ের মত চুল রাখার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, তা হল, চুলের কাটিং যেন কোন ফাসিক বা কাফির তথা বিধর্মী কোন ব্যক্তি বা দলের সাথে সামাঞ্জস্যপূর্ণ না হয়। যদি কোন কাফের বা ফাসিকের সাথে সাদৃশ্য রেখে চুল রাখা হয় তাহলে তা জায়েজ হবে না। যেমন কোন বিধর্মী খেলোয়ারের হেয়ার স্টাইল নকল করে তার মত চুলে স্টাইল করা ইত্যাদি। হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) কুযা করতে নিষেধ করেছেন। “কুযা” বলা হয়, বাচ্চার মাথার একাংশ কামিয়ে ফেলা, আরেকাংশের চুল না কামানো। [সুত্র আহলে হক মিডিয়া, পিকচার নয় আপনি রাসূল (সাঃ) এর সুন্নত অনুযায়ী চুল রাখতে পারেন]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
NirobAhmad

Call

ভিডিও টা দেখুন।

আশাকরি উত্তর পেয়ে যাবেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ