আমি মোঃমেহেদী হাসান আমার বয়স ১৯ বছড়।আমি প্রাই ৫ বছড় ধরে এই নেশাই জড়িতো। প্রথমে আমি সিগারেট থেকে সুরু করি এর পড়ে প্রাই ১ বছড় ধরে সুধু গাজা সেবন করতাম। তারপড়ে গাজা বাদ হয়ে যাই,, সুরু হই ইয়াবা তার কিছু দিন পড় পড়ি ইয়াবা ফেনছিডেল আর মাঝে মাঝে গাজা একে বাড়ে রুটিন মত চলতো প্রাই ৪বছড় পযন্ত,,

    তো এখন আমি নিজে থেকেই সব বাদ করে দিচ্ছি সম্যসা হলো মাঝে মাঝে ১০/১২ দিন পড় পড় আবার ইচ্ছা যাগে
   

শেয়ার করুন বন্ধুর সাথে
সময়

Call

আপনি নিশ্চয়ই এই মরন নেশার ধ্বংসের দিক সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছেন। এখন আপনার প্রবল ইচ্ছা শক্তিই কেবল আপনাকে এর থেকে মুক্তি দিতে পারে। একটি নেশা থেকে বাচঁতে আরেকটি নেশা সাহায্য করে।  আপনি বেশি বেশি করে ধর্ম কর্ম, মানবসেবামূলক কাজ ও লেখাপড়ায় মনোযোগ দিন। বিস্ময় পরিবার সব সময় আপনার পাশেই রয়েছে। নিয়মিত ভাবে আপডেট থাকুন দেখবেন খারাপ নেশা আপনাকে হারাতে পারবে না।  আপনার সুসাস্থ কামনা করছি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

এটি পুরোই নিজের ইচ্ছার উপর নির্ভর করে। যখন আপনার মন সত্যিকারের ইয়াবামুক্ত হতে চায় তাহলে সেদিকে বিশেষ জোর দিন। আপনি যখন প্রতিদিন ইয়াবা সেবন করেন তখন এটি ছাড়া একটু কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনি আজই বলুন, আজই নিজেই নিজেকে বলুন, শুধু আজকের একটা দিনের জন্য ইয়াবা সেবন করব না। শুধু আজকের একটা দিন আপনি কষ্ট করে ইয়াবা সেবন করবেন না। আর আগামীকাল থেকে শুধু এক সপ্তাহ আপনি একাধারে রোজা রাখুন এবং ইবাদতে মশগুল থাকুন। এই 7দিন পরিবারের সদস্যদের বিশেষ করে মা-বাবা ও ভাইবোনের আশেপাশেই থাকুন। বাড়ির বাইরে যাবেন না প্রয়োজনে টিভি, ল্যাপটপ অথবা মোবাইলে সময় দিন। আর একটু বেশি ঘুম যাবেন। এই 7দিন এভাবেই চলবেন। এতে কোন প্রকার কোন একটা নিয়ম ভঙ্গ করবেন না। যারা ইয়াবা সেবন করে তাদের থেকে ১০০ হাত দূরে থাকুন। এবং এই 7 দিন পর এমন একটা জায়গায় আবার 7দিনের জন্য বেড়াতে যান যেখানে আপনার থেকে ইয়াবা অনেক দূরে থাকবে। যেমন: আপনার বাড়ি ঢাকা হলে চট্টগ্রামে বেড়াতে আসুন। আর মোবাইলের ইনকামিং এবং আউটগোয়িং কল বন্ধ রাখুন। শুধু এই 14 দিন কষ্ট করুন, নিশ্চয়ই আপনি ইয়াবা নামক নেশা থেকে মুক্তি পাবেন।  মাদকাসক্তি দূর করার উপায়: মেডিটেশন বিভিন্ন সময়ে মেডিটেশন আমাদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি করতে সাহায্য করে। এছাড়া ড্রাগ অ্যাডিকশন ছাড়ার সময়ে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। তাই মেডিটেশন করে অনেকটা স্বাভাবিক থাকতে পারবেন। ক্যাফেইন অনেকেই ক্যাফেইন বা কফিকে ড্রাগ মনে করে থাকেন, কিন্তু এটি অনেক ধরনের নেশা কমিয়ে আনতে সাহায্য করে। কফি পান করতে পারেন। মাছ মাছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা মাদকাসক্তি দূর করতে সাহায্য করে। থানকুনি পাতা মানসিক স্বাস্থ্য, ইচ্ছা শক্তি ও স্মৃতিশক্তি উন্নত করতে এবং মাদকাসক্তি দূর করতে এর জুরি নেই। ঔষধ হঠাৎ করে ড্রাগ সেবন করা ছেড়ে দিলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন- ইনসোমনিয়া, বমি বমি ভাব, মাথা ব্যথা, হতাশা ইত্যাদি। এরকম সমস্যা দূর করার জন্য বাজারে কিছু ঔষধ পাওয়া যায়। প্রথম কয় এক দিন এগুলো ব্যবহার করতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ