স্ত্রী মশার মানুষের রক্ত খাওয়ার জন্য সূক্ষ্ম সুঁইয়ের মতো  অঙ্গ থাকে। আর পুরুষ মশার শূড় থাকে যা দিয়ে তারা ফুলের মধু/রস খেতে পারে।  মূলত এটি অভিজোজনের ফল। এবং প্রাকৃতিক নিয়ম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

স্ত্রী মশার জনন তথা জীবনচক্র সম্পন্ন করতে স্তন্যপায়ী প্রাণির রক্তের দরকার হয়। এরিথ্রোসাইটিক সাইজোগনি তে স্তন্যপায়ী প্রানীর রক্তের উপাদান ব্যবহার করে লার্ভার পরিস্ফুটন হয় বলে তারাই রক্ত খায়, আর মানুষই রক্তের সহজ উৎস বলে মানুষকেই বেশি কামড়ায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গর্ভবতী হলে মানুষরা যেমন পুষ্টিকর খাবার বেশী খায়, তেমনই ডিম পাড়ার জন্য স্ত্রী মশারা রক্ত খায় যা তাদের বংশবিস্তারে সহায়তা করে । রক্ত না খেলে ডিম পাড়তে পারবে না । কারণ প্রয়োজনীয় পুষ্টি পাবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নারী মশারা কেবল রক্ত খায় কারণ পুরুষ মশারা মানুষের রক্ত খায় না। পুরুষ মশার পেট ভরে গাছগাছালির রস খেয়ে। আর নারী মশারা একবার রক্ত দিয়ে ডিনার করে যেখানে সেখানে একশ থেকে চারশ’র মত মশার ডিম পাড়ার ক্ষমতা অর্জন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ