ইসলামে বাচ্চাদের খতনা করানো হয়। কিন্ত কিছু বাচ্চার হঠাৎ করেই খোদাই সুন্নত হয়ে যায়। আছে কি এর কোন ইসলামিক রেফারেন্স সহ ব্যাখ্যা?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

 ইমাম বুখারি রাহিমাহুল্লাহ্ বর্ণনা করেন: عن أبي هريرة رضي الله عنه رواية: «الْفِطْرَةُ خَمْسٌ  أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: الْخِتَانُ، وَالاسْتِحْدَادُ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ».  আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: “স্বভাব পাঁচটি, অথবা পাঁচটি স্বভাবের অন্তর্ভুক্ত: খৎনা করানো, নাভির নিচের পশম পরিষ্কার করা, বগলের পশম উপড়ে ফেলা, নখ কাটা ও মোচ ছোট করা”। এতে رواية শব্দ হুকমান মারফূ‘র নির্দশন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ