দীর্ঘ ৭ বছর ধরে ঘন ঘন প্রস্রাব। ঔষধে কোনোভাবেই কাজ হচ্ছে না। আর আমার বর্তমান অবস্থা প্রতি ২৫ মিনিটে ১ বার প্রস্রাব করা লাগে। তাই সারাক্ষন বাসায় থাকা লাগে। সমাজ বা বাহিরের জগৎ থেকে একরকম বিচ্ছিন্ন আমি। ইউরোলোজিস্ট আমাকে Botox ইনজেকশন দেয়ার সিন্ধান্ত নিয়েছে। আমি জানতে চাচ্ছি এটা পুস করলে কতদিন সুস্থ থাকা যায়? আর ইনজেকশন কেনা ও পুস করাসহ মোট খরচ কতো হতে পারে???
Share with your friends
Jamiar

Call

এই ইনজেকশন ঘন ঘন  প্রস্রাবের চিকিৎসায় ব্যবহার করা যাবে ।আপনি চিকিৎসকের পরামর্শে দিন সমস্যা নেই । কিন্তু এই ইনজেকশনের বাংলাদেশের দাম কত আমার জানা নেই। আপনি ফার্মেসিতে যান গিয়ে দেখুন কত নেন। তবে এটি পুস করতে যেকোন চিকিৎসকের কাছে গেলেই সে দিয়ে দিবে এতে কিছু হাদিয়া দিলেই হবে। 

Talk Doctor Online in Bissoy App