শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলামে যে নারীদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ। তোমাদের জন্য হারাম করা হয়েছে। [১] তোমাদের মা। [২] মেয়ে। [৩] বোন। [৪] ফুফু। [৫] খালা। [৬] ভাইয়ের মেয়ে। [৭] বোনের মেয়ে। [৮] দুধমা। [৯] দুধবোন। [১০] শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সংগত হয়েছ তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে, যারা তোমাদের অভিভাবকত্বে আছে। [১১] তবে যদি তাদের সাথে সংগত না হয়ে থাক তাতে তোমাদের কোন অপরাধ নেই। আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রী। [১২] ও দুই বোনকে একত্র করা, আগে যা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। [সুরা নিসা আয়াত ২৩] এই নারীদের বাদে অন্য নারীদের বিবাহ করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অবশ্যেই যায়েজ আছে।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ