Call

টেলিভিশন দেখা হারাম, কথাটা আম (ব্যাপক)। 


→আসলে, টেলিভিশনে যত অনৈসলামিক ছবি বা দৃশ্য দেখানো হয়, এ জাতীয় টেলিভিশন বা চ্যানেল বা ছবি, দৃশ্য দেখা হারাম। আর, ইসলামি ছবি বা দৃশ্য দেখানো হলে, তা টেলিভিশনে হোক বা ইউটিবে হোক, দেখা যায়েজ। 

সুতরাং, টেলিভিশনের ওয়াজ শুনা বা দেখা জায়েজ হবে। 

→আর, শুয়রের মাংস তো অবশ্যই হারাম। কিন্তু জ্বল দ্বারা কি বুঝিয়েছেন? বুঝিনি। মন্তব্যে বলুন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বর্তমান উলামা মাশায়েখদের মতে টিভি দেখাই হারাম।তাই টিভিতে ওয়াজ হোক বা ইসলামি কোনো অনুষ্ঠান, সেটা দেখা হারাম হবে।আর শুকরতো ইসলামে স্পষ্ট হারাম কিন্তু আপনার প্রশ্নের পরেরটুকু বুঝতে পারিনি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জি ভাই, টিভি দেখা হারাম। হুজুরদের বলা ও আপনার শুনা সঠিক। যদি কোন হুজুর ওয়াজ করে আর তা কোন টেলিভিশন চ্যানেল তা লাইভ প্রচার, পরবর্তীতে ওই ভিডিও সেভ না থাকে তাহলে টিভিতে এমন ওয়াজ দেখা বা করা জায়েজ হবে। সরাসরি ভিডিও ওয়াজ বা ইসলামি শিক্ষামূলক কিছু দেখা আয়না দেখার মতো, তবে শর্ত হলো ঐ ভিডিও লাইভ শেষ হওয়ার পর সম্পূর্ণ ডিলিট হতে হবে আল্লামা তাক্বী উসমানীর মতে। আর দেওবন্দের ফতোয়া মতে ভিডিও ইসলামি হোক বা অনৈসলামিক নাজায়েজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ