শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিজ্ঞানী রাদারফোর্ড ৪.০×১০^-৪mm পুরুত্বের একটি পাতলা সোনার পাতের ঊপর তেজস্ক্রিয় পদার্থ হতে নিঃসৃত তীব্রগতিসম্পন্ন আলফা রশ্মির একটি সরুগুচ্ছ নিক্ষেপ করেন। অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে প্রায় সরলরেখায় পাতের পিছন দিকে এসে ZnS পর্দার উপর উজ্জ্বল ক্ষুদ্র আলোকবিন্দু সৃষ্টি করে। আলফা কণার ভর ইলেক্ট্রনের ভরের থেকে অনেক গুন বেশি বলে সোনার পরমাণুর এ স্থানের আলফা কণা অতিক্রম করার সময় কোনরূপ বাধার সম্মুখীন হয় না, তাই সহজেই প্রায় সোজাপথে বাধাহীনভাবে চলে যায়। ফলে পরমাণুর অভ্যন্তরে এ স্থানটি অধিকাংশই ফাঁকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ