Call

মানুষের গলার স্বরযন্ত্রে দুইটি পর্দা আছে এদেরকে বলে ভোকাল কর্ড।এটির কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয় এবং মানুষ কথা বলে।বয়ষ্ক পুরুষদের ভোকাল কর্ড বয়সের সাথে সাথে দৃঢ় হয়ে পড়ে। কিন্তু শিশু বা নারীদের ভোকাল কর্ড দৃঢ় থাকে না বলে বয়ষ্ক পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক কম এবং নারী বা শিশুদের স্বরের কম্পাঙ্ক বেশি হয়। তাই পুরুষদের গলার ষ্বর মোটা কিন্তু শিশু বা নারীদের কন্ঠস্বর তীক্ষ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

 ছেলেদের ভোকাল কর্ড বয়সের সাথে দৃঢ় হয় কিন্তু মেয়েদের হয় না। ফলে পরিনত মেয়েদের ভোকাল কর্ডের কম্পন বেশি হয় ও তাদের স্বর চিকন হয়। বিপরীত কারণে ছেলেদের স্বর মোটা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মেয়েদের গলার স্বর খুব বেশি পরিবর্তন হয় না বললেই চলে। মেয়েদের দেহে অ্যান্ড্রোজন হরমোনের প্রভাব অনেক কম থাকায় স্বাভাবিক নিয়মে তাদের স্বরযন্ত্রের আকার ও গঠন পাল্টায় না। ছেলেদের স্বাভাবিক কথাবার্তার সময়ে কম্পাঙ্ক সেকেন্ড/ ১২০ বার হয় অথচ মেয়েদের কম্পাঙ্কের সংখ্যা পাওয়া যায় সেকেন্ড/২৫০ বার। গবেষকদের গবেষণায় প্রমানিত, এই জন্য মেয়েদের গলার স্বরের তীক্ষ্ণতা বেশি। কণ্ঠস্বরের কম্পাঙ্ক ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয় বিধায় মেয়েদের গলার আওয়াজ চিকন,মিস্টি-মধুর ও রিনিঝিনি শোনায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমাদের বয়ঃসন্ধি কালের সময় মস্তিকের পিটুইটারি থেকে লিঙ্গ ভেদে দুটি হরমোন বের হয়, যা আমাদের কণ্ঠ পুরুষালি বা স্ত্রীসুলভ করে। ছেলেদের হরমোনটির নাম টেসটোসস্ট্রেন (Testosterone) ও মেয়েদের হরমোনটির নাম প্রজেস্ট্রোরেন (Progesterone)  বি.দ্রিঃ মেয়েদের একই সময় এস্ট্রোজেন ও টেসটোসস্ট্রেন হরমোন নিঃসারিত হয় কিন্তুূ তা কণ্ঠকে গম্ভীর করে না সাধারনত।    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মানুষ কথা বলে বাকযন্ত্র বা ভোকাল কর্ডের মাধ্যমে।1থেকে10বছর বয়স পর্যন্ত সকল মানুষের গলার স্বর চিকন থাকে।বয়স বাড়ার সাথে সাথে ছেলেদের ভোকাল কর্ড দৃঢ় হয়ে যায়।ফলে শব্দের কম্পন কম হয় এবং কথাগুলি মোটা হয়।যার ফলে অধিকাংশ নয় সকল ছেলেদের গলার স্বর মোটা শুনা যায়।অপরদিকে বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের ভোকাল কর্ড দৃঢ় হয় না।তাই সকল মেয়েদের গলার স্বর চিকন শুনা যায়।....উৎস্য:পদার্থবিজ্ঞান বই(9-10)এর শব্দ ও তরঙ্গ বিভাগ থেকে সংগৃহিত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

এর মূল কারন ভোকালকর্ড। মেয়েদের স্বরের কম্পাঙ্ক বেশি ফলে এটা তীক্ষ্ণ বা চিকন হয় আর ছেলেদের স্বরের কস্পাঙ্ক কম বলে তা মোটা শোনা যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এর জন্য "ভোকাল কর্ড"দায়ী।ছেলের ভোকাল কর্ড মেয়েদের ভোকাল কর্ড এর তুলনায় দৃঢ় হয় তাই ছেলেদের গলার স্বর মোটা হয় আর মেয়েদের গলার স্বর চিকন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সাধারণত এটা বয়ঃসন্ধি কালের জন্য এটা হয়ে থাকে।

একটু লক্ষ করলেই দেখবেন - ছেলেদের সাধারণত গোফ/দারি উঠে। এটা প্রধানত হরমোনের কারনে হয়ে থাকে। তাই বলতে পারেন হরমোনের কারণে গলার স্বর চিকন মোটা হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বয়:সন্ধিকালে ছেলেদের সবকিছু পরিবর্তন হয়।সেই সাথে গলার স্বর ও মোটা হয়ে যায়।এটি হয় বয়:সন্ধিকালের প্রভাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পুরুষ মানুষের গলার মধ্যে যে উচুঁ অংশটি দেখা যায় তাকে বলে ষড়যন্ত্র।কথা বলার সময় এই ষড়যন্ত্র কেপে ওঠে।একে বলে ঘোষ ধ্বনি।আর এই ঘোষ ধ্বনির ফলেই ছেলেদের কন্ঠ মেটা হয়।কিন্তু মেয়েদের ক্ষেত্র তা দেখা যায় না।তাই মেয়েদের কন্ঠ চিকন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ